ফুলপুরে মাহিন্দ্র-বাস সংঘর্ষে ৬ জন নিহত!

মাহাবুল ইসলাম পরাগ ফুলপুর ময়মনসিংহ
ময়মনসিংহ-হালুয়াঘাট রোডের ফুলপুর পৌরসভার ইন্দিরার পাড় এলাকায় আজ রাত সাড়ে আটটায় বাস-মাহিন্দ্র সংঘর্ষে সংগঠিত দুর্ঘটনায় ঘটনাস্থলে কমপক্ষ্যে ৫ জন সহ মোট ৬ জন নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।
মর্মান্তিক এ সড়ক দুর্ঘটনায় ক্ষুব্ধ জনতা বাসটিতে আগুন ধরিয়ে দিলে ফায়ার সার্ভিস তা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে ক্ষিপ্ত জনতা ফায়ার সার্ভিসের কাজে বাধা দেয় এবং দীর্ঘ সময় ধরে দুর্ঘটনাক্রান্ত বাসটি জ্বলতে দেখে প্রত্যক্ষদর্শীরা।
শেষ খবর পাওয়া পর্যন্ত নিহতদের পরিচয় শনাক্তকরণের প্রচেষ্টা চালাচ্ছে ফুলপুর থানা পুলিশ।