ফুলপুরে ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য ও আলোচনা সভা অনুষ্ঠিত


মাহাবুল ইসলাম পরাগ, ফুলপুর( ময়মনসিংহ) প্রতিনিধিঃ
ময়মনসিংহের ফুলপুরে শুক্রবার বিকাল ৪টায় হালুয়াঘাট রোড় পুরাতন শহীদ মিনার সংলগ্ন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষে বর্ণাঢ্য

ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে । ফুলপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আব্দুল হাদী আকন্দ সানোয়ারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ময়মনসিংহ জেলা উত্তর বিএনপির সদস্য সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আবুল বাসার আকন্দ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি’র সদস্য ও ফুলপুর উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি এমদাদ হোসেন খান , ময়মনসিংহ উত্তর জেলা সদস্য ও ফুলপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আমজাদ সরকার, উপজেলা যুবদলের সভাপতি সানোয়ার হোসেন খান, ময়মনসিংহ উত্তর জেলা সদস্য ও ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সাবেক আহবায়ক কুূদরত আলী , পৌর কৃষকদলের সভাপতি আব্দুল্লাহ আল ইল্লা , উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মোঃ খালেদ মোশারফ সোহাগ প্রমুখ। এছাড়া উপস্থিত ছিলেন, বিএনপি’র অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।