ফরিদপুরে হোটেলে চাঁদাবাজি করতে গিয়ে গণ ধোলাই এর শিকার দুই ভুঁইফোড় সাংবাদিক

নিজস্ব প্রতিবেদক ফরিদপুর : ফরিদপুরে হোটেল হোয়াইট হাউজে চাঁদাবাজি করতে গিয়ে গণ ধোলাই এর শিকার দুই ভুঁইফোড় সাংবাদিক সাকিব ও স্বপন

গত কাল ফরিদপুরের একটি আবাসিক হোটেলে সাংবাদিক পরিচয়ে চাদাবাজির অপরাধে গনপিটুনি দিয়ছে সাধারণ জনগন। ঘটনা স্থান ফরিদপুরের গোয়ালচামট ২নং সড়ক নতুন স্টান্ড সংলগ্ন হোটেল হোয়াইট হাউজে। জানা যায় তাদের একজন রাজধানী টিভির স্টাফ রিপোর্টার মোঃ সাকিবুল হাচান সাকিব।ও অপরজন হলেন মোঃ স্বপন মাহামুদ চ্যানেন এ ওয়ানএর সাংবাদিক ও শাহ্ ফরিদ হসপিটালের এম,ডি হিসাবে সব যায়গায় পরিচয় দেন।এ বিষয়ে হোটেল সুত্রে জানা যায় হোটেলে গিয়ে চাঁদা চাইলে কিছু টাকা দিতে রাজি হলেও সাংবাদিক পরিচয়ে আরো বেশি টাকা দাবি করেন তখন হোটেল কতৃপক্ষ টাকা না দিয়ে গণ ধোলাই দেয়।পরে স্হানীয় কিছু সাংবাদিক গিয়ে তাদের ছাড়িয়ে হসপিটালে নিয়ে যান।এর আগেরদিন এই দুই ভূইভোড় সাংবাদিক গত ৭/১২/২০২৪ তারিখে ফরিদপুর ফায়ার সার্ভিস এর সরকারি কর্মকর্তাকে এক মেয়েকে দিয়ে ফাসিয়ে তার কাছ থেকে এক লক্ষ বিশ হাজার টাকা ও একটি সোনার চেইন অসৎ উপায়ে আত্নসাৎ করে থাকেন। জানা যায় যে ফরিদপুর কোতয়ালি থানার এস -আই ফাহিম অসৎ উপায়ে আত্নসাৎ করা এক লক্ষ বিশ হাজার টাকা এবং সোনার চেইনটি উদ্ধর করে গোপনীয় তার সহিত সরকারি কর্মকর্তার কাছে পৌছে দেয়।