ফতেপুর ও তিয়শ্রী ইউনিয়নের গুরুত্বপূর্ণ সংযোগ সড়ক বেহাল, দুর্ভোগে হাজারো মানুষ


‌‌ ‌ ‌মোঃ রাসেল আহমেদ , মদন উপজেলা প্রতিনিধি ‌ ‌
নেত্রকোনা জেলার মদন উপজেলার ফতেপুর ও তিয়শ্রী ইউনিয়নের মধ্যে সংযোগকারী গুরুত্বপূর্ণ সড়কটি এখন বেহাল অবস্থায়। দীর্ঘদিন ধরে রক্ষণাবেক্ষণের অভাবে রাস্তার বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত। বর্ষাকালে এই গর্তগুলো পানিতে পরিপূর্ণ হয়ে পড়ে, ফলে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা।

এই সড়কটি শুধুমাত্র ফতেপুর ইউনিয়ন নয়, বরং তিয়শ্রী ইউনিয়নের একাধিক গ্রাম এবং বাজারের সঙ্গে সরাসরি জড়িত। উল্লেখযোগ্য এলাকাগুলোর মধ্যে রয়েছে — হাসনপুর বাজার, মতিয়াখালী বাজার, কালিবাড়ী বাজার, কুঠুরি কোনা গ্রাম ও বাগচান গ্রাম। এসব এলাকার হাজারো মানুষ প্রতিদিন এই রাস্তা ব্যবহার করে হাট-বাজার, স্কুল-কলেজ, হাসপাতাল এবং কৃষিকাজের জন্য যাতায়াত করে থাকেন।

এছাড়াও এই অঞ্চলের অর্থনীতি মূলত কৃষিনির্ভর। কৃষিপণ্যগুলো এই সড়ক দিয়েই মদন বাজারসহ আশপাশের হাট-বাজারগুলোতে পৌঁছে দেওয়া হয়। ফলে সড়কটির খারাপ অবস্থা শুধু যাত্রীদের জন্যই নয়, কৃষকদের জন্যও মারাত্মক সমস্যার সৃষ্টি করছে।

সড়কের মাঝপথে অবস্থিত দুটি গুরুত্বপূর্ণ ব্রিজ — সিদরপুর ব্রিজ ও পরশকিলা ব্রিজ — আংশিক ভেঙে পড়েছে। বিশেষ করে ব্রিজগুলোর মাঝখানের অংশ অনেকটাই ধসে পড়ায় যানবাহন চলাচলে চরম অসুবিধা সৃষ্টি হচ্ছে। কখনও কখনও ঝুঁকি নিয়ে পার হতে গিয়ে ঘটছে দুর্ঘটনা।

এলাকাবাসী জানিয়েছেন, বহুবার স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের জানানো হলেও এখনো কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়নি। ফলে জনগণের মধ্যে চরম হতাশা বিরাজ করছে।

অবিলম্বে এই সড়ক ও ব্রিজ দুটির দ্রুত সংস্কার এবং পুনঃনির্মাণের দাবি জানিয়েছেন এলাকাবাসী। তারা মদন উপজেলা প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিদের দৃষ্টি আকর্ষণ করছেন যেন দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হয়।