প্রেমের টানে কাঁটাতার ডিঙিয়ে বাংলাদেশে, প্রেমিক এখন কারাগারে

আরমান হোসেন রাজু
লালমনিরহাট জেলা প্রতিনিধি।

মজনু এলো ছুটে সীমানা পেরিয়ে, এসেছে সে ভালোবাসার টানে, তবে শেষমেশ তার জন্য গন্তব্য হলো কারাগার। পবিত্র ভালোবাসার টানে প্রেমিকার জন্য মৃত্যু কে হাতের মুঠোয় নিয়ে, কাঁটাতারের বেড়া ডিঙিয়ে বাংলাদেশে ঢুকে পড়া এক ভারতীয় যুবক আরিয়ান মির্জাকে (২২) গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার (২৯ জুন) রাতে রংপুর বিভাগ লালমনিরহাট জেলা হাতীবান্ধা উপজেলার ডাউয়াবাড়ী ইউনিয়নের উত্তর বিছনদই এলাকায় প্রেমিকার বাড়ি থেকে তাকে আটক করা হয়। পরদিন সোমবার লালমনিরহাট জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আটক আরিয়ান মির্জা ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুর্শিদাবাদ জেলার বহরমপুর শহরের বাসিন্দা। তার বাবার নাম রাজেস মির্জা।

ভারতীয় মজনুর দলের লাইলীর টানে প্রেমের জন্য সীমান্ত ডিঙোনোর ঘটনা বাংলাদেশ-ভারত সীমান্তে আজ নতুন নয়। তবে অনেক সময়ই এমন ভালোবাসা আইনের কাঁটাতারে জড়িয়ে পড়ে, ঠিক যেমনটি হয়েছে আরিয়ানের বেলায়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ফেসবুকে পরিচয়ের সূত্র ধরে ডাউয়াবাড়ীর এক যুবতীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান আরিয়ান। প্রেম চলছিল দুই বছর ধরে। অবশেষে প্রেমিকার ‘বিয়ের আশ্বাসে’ উদ্বুদ্ধ হয়ে সীমান্ত পেরিয়ে প্রেমিকার বাড়িতে চলে আসেন তিনি—তবে কোনো বৈধ কাগজপত্র ছাড়াই।
রবিবার সকালে অনুপ্রবেশ করলেও সন্ধ্যার পর স্থানীয়দের নজরে পড়ে বিষয়টি। পুলিশ খবর পেয়ে রাত ১১টার দিকে প্রেমিকার বাড়ি থেকে তাকে আটক করে।

জিজ্ঞাসাবাদে আরিয়ান মির্জা পুলিশকে বলেন, “দুই বছর ধরে আমরা প্রেম করছি। তাকে ভালোবেসে আমি কাঁটাতার পার হয়েছি। আমার প্রেম নিষ্পাপ ও সত্যিকারের। আমি এখনো তাকে ভালোবাসি, সারাজীবন ভালোবেসে যাবো। যদি প্রেমে খাঁটি হই, একদিন ওকে নিশ্চয়ই পাবো।”

প্রেমিকার বক্তব্যে খানিকটা দ্বিধা-দ্বন্দ্বের ছাপ পাওয়া যায়। তিনি বলেন, “ফেসবুকে পরিচয় থেকে আমাদের প্রেমের শুরু। তবে আমি তার বাড়ি-ঘর বা পরিবার সম্পর্কে কিছুই জানি না। একক সিদ্ধান্তে সে বাংলাদেশে এসেছে। বিষয়টি আমার জন্য খুবই বিব্রতকর হলেও আমি মুগ্ধ—তার ভালোবাসার সাহস দেখে।”

হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুন নবী বলেন, “ভারতীয় নাগরিক আরিয়ান মির্জা পাসপোর্ট ছাড়াই বাংলাদেশে প্রবেশ করেছে। তাকে আটক করে আদালতে সোপর্দ করা হয়েছে। তার বিরুদ্ধে পাসপোর্ট আইনে মামলা দায়ের করা হয়েছে।”