প্রধান শিক্ষককে মারধর পূর্বধলা প্রাথমিক বিদ্যালয় গ্রেপ্তার -১

সুদেব ঘোষ
পূর্বধলা উপজেলা প্রতিনিধি

নেত্রকোনার পূর্বধলায় এক প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে মারধরের ঘটনায় অভিযুক্ত একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেফতারকৃত ব্যাক্তি হলেন পূর্বধলা উপজেলার পাট্রা গ্রামের কসম উদ্দিন এর ছেলে আব্দুল জলিল (৪৫)। সভার পাশে মেলায় শিক্ষকের জমিতে দোকান স্থাপনের সময় নিষেধ করায় প্রধান শিক্ষককে মারধর করেছে দুবৃর্ত্তরা। গতকাল বুধবার (১১ জানুয়ারি) সকাল সাড়ে আটটার সময় উপজেলার হোগলা ইউনিয়নের সেহলা বাজারে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১১ জানুয়ারি বুধবার ঘটনার দিন সেহলা গ্রামের মৃত আব্বাস আলীর ছেলে ও পানিশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফজলুর রহমান এর নিজস্ব জমিতে সভার মেলায় দোকান বসানোকে কেন্দ্র করে দুর্বৃত্তদের হামলার শিকার হয়ে আহত হন প্রধান শিক্ষক সহ ২জন। এঘটনায় আব্দুল জলিল ও তার সহযোগী সাবেক ইউপি সদস্য আব্দুল গনি, এয়াসিন, আবু তাহেরসহ ৮জন ও অজ্ঞাত ৪-৫ জনকে আসামি করে পূর্বধলা থানায় একটি মামলা করেন প্রধান শিক্ষক ফজলুর রহমান।
প্রধান শিক্ষক বলেন, গতকাল বুধবার সেহলা মাদ্রাসার সভা ছিল। এ উপলক্ষে সভার পাশে মেলা বসে। আমি সকালে বিদ্যালয়ে যাওয়ার সময় দেখি আমার জমির উপরে দোকান স্থাপন করা হচ্ছে। এখানে দোকান স্থাপন করছেন কার অনুমতিতে জিজ্ঞেস করলে দোকানদার বলল ১৫০০ টাকার বিনিময়ে ৫০০ টাকা অগ্রিম দিয়ে অনুমতি নিয়েছি। কার কাছ থেকে অনুমতি নিয়েছেন জানতে চাইলে পাট্রা গ্রামের আব্দুল জলিলকে নিয়ে আসে দোকানদার। জলিল এসে আমার সাথে বাকবিতন্ডা ও গালিগালাজ শুরু করে চলে যায়। ঠিক পনের মিনিট পর জলিলসহ তার লোকজন নিয়ে আমার উপর অতর্কিত হামলা চালায়। পরে ৯৯৯ এ মোবাইল করলে পুলিশ এবং এলাকাবাসী আমাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। এ বিষয়ে পূর্বধলা থানায় আমি একটি লিখিত অভিযোগ করেছি। পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ৯৯৯ এ সংবাদ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং এসআই সানোয়ার হোসাইন এর নেতৃত্বে প্রধান আসামিকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে।