প্রধান উপদেষ্টার কার্যালয় যমুনার আঙ্গিনায় মধ্যরাতে বিক্ষোভ

আ স ম আবু তালেব, বিশেষ প্রতিনিধি:- সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ দেশত্যাগের পর থেকেই ক্ষেপে ওঠেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবীতে এবার প্রধান উপদেষ্টার কার্যালয় যমুনার আঙ্গিনায় গতকাল মধ্যরাতেও বিক্ষোভ – প্রতিবাদ করছিল তারা।বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের ডাকে সাড়া দিয়ে ছাত্রদের সাথে যোগ দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
জানা যায়, ইসলামী আন্দোলন বাংলাদেশ’র আমীর পীর সাহেব চরমোনাই ‘র নির্দেশে এ আন্দোলনের প্রতি সংহতি জানাতে মধ্যরাতে যমুনায় ছুটে যান। তার সাথে ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ’র প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন, অধ্যাপক মাহবুবুর রহমান, সহকারী মহাসচিব মুফতী সৈয়দ এছহাক মুহাম্মাদ আবুল খায়ের, দপ্তর সম্পাদক মাওলানা লোকমান হোসাইন জাফরী, ইসলামী যুব আন্দোলনের সভাপতি আতিকুর রহমান মুজাহিদ, প্রচার সম্পাদক এইচ এম আবু বকর সিদ্দিক, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সেক্রেটারি
মুফতি রেজাউল করিম আবরার, আইএবি’র মিডিয়া উপকমিটির সদস্য হাসিব আর রহমান,
এছাড়া ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর সেক্রেটারি জেনারেল মাহবুবুর রহমান, নাহিয়ান ও এসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল ইমরান হোসাইন নূর প্রমূখ।