পূর্ব শত্রুতার জের ধরে ঘুমন্ত অবস্থায় বোরিং মিস্ত্রি কে কুপিয়ে জখম গ্রেপ্তার-১
মোহাম্মদ আলামিন, মাগুরা প্রতিনধি: পূর্ব শত্রুতার জের ধরে ঘুমন্ত অবস্থায় বোরিং মিস্ত্রি সুমন কে কুপিয়ে মারাত্মক জখম করেছে মাগুরা জেলার সদর উপজেলার শিমুলিয়া গ্রামের মৃত আমিন উদ্দিন শেখ এর পুত্র মো সুমন শেখ কে একই গ্রামের আসাদ (৪০)ও আলামিন (২৭) উভয় পিতা ফুল মিয়া সোহাগ (৩৫) সৌরভ (৩২) উভয় পিতা দুলু শেখ এবং আলোক শেখের পুত্র নাজির শেখ (২৬)ও আশরাফ পুত্র মো: আবু হুরায় (২৩) সহ প্রায় ১২/১৫ জন। ভোর ৬ টার দিকে আচমকাই ভিকটিম সুমনের ঘরের মধ্যে ধারালো অস্ত্র নিয়ে সুমনের উপর ছুরি, চাপাতি, রাম দা, ও চায়নিজ কুড়াল, দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক ভাবে শরীরের বিভিন্ন জায়গায় গুরুতর জখম করে। পরবর্তীতে স্থানীয় জনগণের সহযোগীতায় তাকে দ্রুতো মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। জানা যায় নিজেদের পেশাগত কাজ নিয়ে পূর্বের ঝগড়া থেকে এ হামলা ঘটানো হয়েছে। এ ব্যাপারে আহত সুমনের এর চাচাতো ভাই মাসুদ (৪৫) বাদি হয়ে মাগুরা সদর থানায় একটি মামলা দায়ের করেন। মাগুরা সদর থানার কর্তব্যরত অফিসার ইনচার্জ মোঃ মেহেদী রাসেল জানান, ঘটনার বিষয় মামলা হয়েছে ইতিমধ্যে আবু হুরায়রা নামে একজন আসামি গ্রেফতার হয়েছে বাকিদেরও দ্রুত গ্রেফতারের অভিযান চলছে আসামিকে আগামীকাল আদালতে প্রেরণ করা হবে এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে আসামিদের আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা নেওয়া হবে।