পূর্বধলায় বড়দিনে উৎসবের আমেজ
পূর্বধলা থানা প্রতিনিধি
সুদেব ঘোষ
আজ খ্রিষ্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন। এ উপলক্ষে নেত্রকোনার পূর্বধলায় মোট ৮টি গির্জায় চলছে উৎসবের আমেজ। বড়দিনকে সামনে রেখে সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত খ্রিষ্টান সম্প্রদায়ের বিভিন্ন বাড়ির উঠানে নারী-পুরুষরা সম্মিলিতভাবে গানের তালে তালে করছে নাচ বা নগর কীর্তন। নগর কীর্তনের মধ্য দিয়ে প্রভু যিশুকে স্মরণ করছে তারা। শুধু নগর কীর্তনই নয়, বড়দিন উৎসব উদযাপনে গির্জা ও বাড়িগুলো ঝলমল করছে বাহারি আলোকসজ্জায়। আল্পনায় আল্পনায় গির্জা ও বাড়ির আঙিনা সেজেছে রং-বেরঙের নতুন সাজে। কীর্তনে অংশ নেওয়া হলুদ মাংসাং, প্রিয় মাংসাং ,রেজীন হাজং ও দিপালী চাম্বুগংসহ অনেকে জানান, বড়দিন উপলক্ষে প্রভু যিশুর বার্তা পৌঁছানোর জন্য এ নগর কীর্তন করা হয়। প্রতি রাতে ৪ থেকে ৫টি নগর কীর্তনের দল বাড়িতে আসে বলেও জানান তাঁরা। উপজেলার হোগলা সাধু ভিনসেন্ট ডি পলের গীর্জার সভাপতি পরিমল চাম্বুগং বলেন, প্রতিটি গির্জায় বিশেষ প্রার্থনা, ধর্মীয় আলোচনা, কেক কাটা, প্রীতিভোজে অংশগ্রহণ করেন প্রভু যিশুর অনুসারীরা। পূর্বধলায় এবার মোট ৮টি গির্জায় বড়দিনের প্রার্থনা অনুষ্ঠিত হবে। এ ব্যাপারে পূর্বধলা থানার ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, বড়দিনকে ঘিরে অপ্রীতিকর ঘটনা এড়াতে কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। প্রতিটি গির্জায় পুলিশ মোতায়েন রয়েছে। বড়দিন পালন উপলক্ষে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ইতোমধ্যে পূর্বধলা উপজেলার খ্রিষ্টান পল্লি নান্দনিক আলোকসজ্জায় সেজেছে। খ্রিষ্টানদের ধর্মীয় উপাসনালয় গির্জাতেও উৎসবের আমেজ বিরাজ করছে। পূর্বধলায় বসবাসকারী খ্রিষ্টান পরিবারগুলো বড়দিনকে বরণ করতে সব আয়োজন সম্পন্ন করেছে। এসব আয়োজনের মধ্যে রয়েছে প্রার্থনা সভা, কেক কাটা, যিশুর জন্মস্থান প্রতীকী গোয়ালঘর তৈরি করে আরাধনা, ক্রিসমাস গাছ সাজানো, সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন প্রভৃতি। পূর্বধলা উপজেলা নির্বাহী অফিসার শেখ জাহিদ হাসান প্রিন্স জানান, খ্রিষ্ট ধর্মাবলম্বীরা যাতে নির্বিঘ্নে তাদের উৎসব পালন করতে পারেন সেজন্য প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। উৎসব পালনের জন্য সরকারের দেওয়া অনুদান সাড়ে তিন মেট্রিকটন চাল ৭টি গির্জায় যতা সময়ে পৌছে দেওয়া হয়েছে।