পীর খাঁনজাহান আলী দিঘির অবৈধ মালিকানা বাতিলের দাবিতে বিশাল মানববন্ধন।
মাসুম বিল্লাহ, যশোর জেলা প্রতিনিধি
যশোর অভয়নগর উপজেলার শুভরাড়া ইউনিয়নের বাশুয়াড়ী খাঁনজাহান আলী দিঘির অবৈধ মালিকানা বাতিলের দাবিতে গতকাল ০২/০৯/২৪ সোমবার সকাল ১১টায় এ কর্মসূচি পালিত হয়। এলাকার প্রায় ৬ শতাধিক ছাত্র-যুবসমাজ ও সর্বস্তরের জনসাধারণ বিশাল মানববন্ধনে উপস্থিত হয়ে ভূমিদস্যু আখতারুজ্জামান পান্না মোল্লার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে থাকে।
মানববন্ধনে রবিউল ইসলাম এর সঞ্চালনায় বক্তব্য রাখেন আলহাজ্ব মকবুল হোসেন সরদার, মুনশি মনিরুল ইসলাম, মাওলানা হাফিজুর রহমান, মুনশি রেজওয়ান, মো: রফিকুল সরদার, ছাত্র সমন্বয়ক মো: হাবিবুর রহমান, দশম শ্রেণীর ছাত্র মো: মোমিন উদ্দিন।
খুলনা জেলার ফুলতলা থানাধীন দামোদরের বাসিন্দা মোঃ সরোয়ার মোল্লা ১৯৬২ সালেরও পূর্ব থেকে মালিকানা দাবি করে বাশুয়াড়ী খাঁনজাহান আলী (রহ:) দিঘি দখলে রেখেছিলো। কিন্তু ৬২ সালের পর্চায় দেখা যায় দিঘির পাড়ের অংশ ২৮৪৯ দাগে ৯.২৩ একর যশোর কালেক্টরেটরের নামেই আছে। উক্ত পর্চায় ২৮৪৯ দাগের অংশে (দিঘিরপাড়ে) চৈত্র মাসের পূর্ণিমায় তিন দিনের জন্য মেলা বসাতে বন্দোবস্ত দেওয়ার অধিকার কালেক্টরেটরের অনুকূ