পাবনা শহরে ইছামতি খনন উদ্বোধন করলেন জেলা প্রশাসক – আন্দোলনকারীদের মানববন্ধন

পাবনা শহরে ইছামতি খনন উদ্বোধন করলেন জেলা প্রশাসক – আন্দোলনকারীদের মানববন্ধন

আব্দুল্লাহ আল মোমিন
পাবনা জেলা প্রতিনিধি

পাবনা শহরের মধ্যে ইছামতি নদী পুনরুজ্জীবিত করণ প্রকল্পটির বাকি কাজ দ্রুত সময়ে শেষ করার জন্য আজ ৩মে শনিবার সকালে লাইব্রেরি বাজারের ব্রিজ সংলগ্ন ইছামতি নদীর পাড়ে ডিসি রোডের উত্তর পূর্ব পাশে জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম উদ্বোধন করেছেন। এসময় সেখানে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড বাহিনী, ঠিকাদারি প্রতিষ্ঠান আহাদ বিল্ডার্সের প্রজেক্ট ম্যানেজার সাইদুল আলম, পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারাসহ সংশ্লিষ্ট সকল দপ্তরের কর্মকর্তা।

অপরদিকে একই স্থানের পূর্ব দক্ষিন পাশে ইছামতি নদী উদ্ধার আন্দোলন পাবনার উদ্যোগে শহরের কাজ দ্রুত শেষ করা ও বাঁধাদানকারীরা যাতে বাঁধা না দেয় তার প্রতিবাদে সকাল সাড়ে ৯টা থেকে ১১ টা পর্যন্ত এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

ইছামতি নদী উদ্ধার আন্দোলন পাবনার সভাপতি এস এম মাহবুব আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য দেন পাবনা সদর উপজেলার সাবেক চেয়ারম্যান, পাবনা কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ, দুবলিয়া ফজিলাতুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়, হাজী জসিম উদ্দিন ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি, প্রস্তাবিত মাস্ট ইউনিভার্সিটির চেয়ারম্যান, মাহাতাব বিশ্বাস রিয়েল এস্টেট লিঃ এর এমডি, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী অধ্যক্ষ আলহাজ্ব মাহাতাব উদ্দিন বিশ্বাস।

আরও বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব, রিভারাইন পিপল পাবনার সভাপতি ড. মনছুর আলম, দৈনিক জীবন কথার সম্পাদক এস এম আব্দুল্লাহ ,প্রেসক্লাব পাবনার সম্পাদক রফিকুল আলম রন্জু সাংগঠনিক সম্পাদক শফিক আল কামাল,কল্যান সম্পাদক আব্দুল্লাহ আল মোমিন, দৈনিক স্পষ্টবাদী সহযোগী সম্পাদক শিশির ইসলাম, আইএনএস সম্পাদক হাসান আলী, ইমাম গাযযালী গালর্স স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সুরাইয়া সুলতানা, সুজানগর এম এ কলেজের অধ্যক্ষ আলমগীর হোসেন, রুপান্তর সাংস্কৃতিক গোষ্ঠী পাবনার সভপতি দেওয়ান মাযহারুল ইসলাম মুন্নু, প্রধান শিক্ষক সাইফুল ইসলাম, হাজেরা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বুরহানুল ইসলাম, উত্তরণ সাহিত্য আসরের প্রতিষ্ঠাতা আলমগীর কবির হৃদয়, ইছামতি থিয়েটারের পরিচালক ভাস্কর চৌধুরী, এসোর্ট স্পেশালাইজড হসপিটালের পরিচালক জালাল উদ্দিন, আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের সাবেক পরিচালক, দৈনিক বাংলাদেশ সমাচার প্রতিনিধি ও টিএমএসএসের উপদেষ্টা আঃ খালেক খান পিভিএম-সেবা, শিক্ষক ও সাংবাদিক সায়েদুল ইসলাম, ইমাম গাযযালী গালর্স হাই স্কুল এন্ড কলেজের শিক্ষক আব্দুল মান্নান ভূইয়া, সিএনএফ টিভি’র চেয়ারম্যান খালেদ আহমেদ, রিভারাইন পিপলের অফিস সেক্রেটারি আজিজা পারভীন, কৃষিবিদ জাফর সাদেক, শহীদ আহমদ রফিক বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেলেনা খাতুন, হেনা গোস্বামী, অগ্রণী ব্যাংক লিঃ এর সাবেক জিএম মোঃ নাসির, মানিক মজুমদার, মোঃ সোহেল, খন্দকার শরীফ-উল ইসলাম, বেলা নেটওয়ার্ক সদস্য শফিক আল কামাল, ডেইলী-গ্লোবাল নেশনের এম. এ. ছালাম, দৈনিক সিনসা’র স্টাফ রিপোর্টার রবিউল ইসলাম, সাংবাদিক করুনা নাসরিন, বিজলি খাতুন, জহুরুল ইসলাম, জুবায়ের খান প্রিন্স, হুমায়ুন রাশেদ, এএইচ. মাসুকু,

দৈনিক আমার সংবাদের জেলা প্রতিনিধি সফিক ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন ইছামতি নদী খনন ও দু‘পাড়ের অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য প্রায় ৫ শ ২০ কোটি টাকা বরাদ্ধ দেওয়া হয়েছে। তাই আপনারা এই কাজে বাঁধা প্রদান না করে সহায়তা করুন। জমি অধিগ্রহণের টাকার জন্য জেলা প্রশাসক বরাবর আবেদন করুন। সঠিক কাগজ দেখিয়ে ক্ষতিপূরণ আদায় করুন।

মানববন্ধনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাছরাঙার টিভির জেলা প্রতিনিধি শহিদুল ইসলাম রিজু, সাংবাদিক আর কে আকাশ, রুবাইয়া নিমহী, মহিলা উন্নয়ন সংস্থর শিউলি, নুরজাহান ইসলাম কল্পনা, নুসরাত ইসলাম, শাহানা আক্তার, রাজু ইসলাম, ওলী শাসক, কে, এম, মোখলেছুর রহমান রাসেল, আইভি ইসলাম পিংকি, জাকারিয়া শেখ, মুঃ আব্দুল আলীম, উত্তরণের সদস্য মিম ফয়সাল, আঃ বাতেন, জহুরুল ইসলাম, দৈনিক সরেজমিন বার্তার সদর উপজেলা প্রতিনিধি হৃদয় হোসেন, রাফযান, জনি, রকি, নাছিম উদ্দিন, আশরাফুল ইসলাম (বিদুল), দিনা ফেরদৌস খান, জিনাত সুলতানা, দিনা, নিলীমা নীল, সোনিয়া খাতুন, আব্দুস সালাম, ছাইদুল ইসলাম, ফারুক হোসাইন, দৈনিক বিশ্ববার্তার মিজানুর রহমান প্রিন্স, অপু বিশ্বাস, আরিফুল ইসলাম, আশরাফ জামান, ফারুক-ই-আজম, মোবাইল জোনের স্বত্বাধিকারী শাহীনুর রহমান,, প্রগতি মহিলা উন্নয়ন এর নির্বাহী পরিচালক তানজিল আরা নাজনীন, ফজলে রাব্বি,

বিভিন্ন সংগঠন, প্রতিষ্ঠান প্রধান, সচেতন মানুষ, শিক্ষক, আইনজীবি, ব্যাবসায়ী, বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়া, জাতীয় ও স্থানীয় পত্রিকার প্রতিনিধিসহ পাবনার সকল স্তরের মানুষ।

তারা এ প্রকল্পটির বাকি কাজ দ্রুত শেষ করতে বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি জোর দাবী জানান।