পাবনা র‍্যাবের অভিযানে ০২ কেজি গাঁজাসহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

আব্দুল্লাহ আল মোমিন
পাবনা জেলা প্রতিনিধি

 র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন ধরণের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে জোরালো ভূমিকা পালন করে আসছে। অবৈধ অস্ত্র, গোলাবারুদ উদ্ধার, চাঁদাবাজ, অবৈধ দখলদার, সন্ত্রাসী, খুনি, ছিনতাইকারী, অপহরণকারী, ধর্ষক, প্রতারকদের গ্রেফতার করে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সদা তৎপর রয়েছে র‍্যাব। 
 এরই ধারাবাহিকতায় অধিনায়ক, র‍্যাব-১২, সিরাজগঞ্জ মহোদয়ের নির্দেশনায় র‍্যাব-১২, সিপিসি-২ পাবনার আভিযানিক দল গোপন সূত্রে জানতে পারে যে, পাবনা জেলার আটঘরিয়া থানাধীন হাপানিয়া এলাকায় কতিপয় মাদক ব্যবসায়ী মাদক বিক্রয়ের জন্য অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে গত ০৪ মে ২০২৫ তারিখ ২১.৪০ ঘটিকায়  র‍্যাবের আভিযানিক দল পাবনা জেলার আটঘরিয়া থানাধীন হাপানিয়া এলাকায় অভিযান পরিচালনা করে ১। জামিরুল প্রামানিক (২৫), পিতা-বকুল প্রামানিক, সাং-হাপানিয়া, ২। মোঃ জুয়েল রানা (২৫), পিতা-মোঃ ইউনুস আলী, সাং-মাঝপাড়া, উভয় থানা-আটঘরিয়া, জেলা-পাবনা নামের দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে এবং তাদের নিকট থেকে ০২ (দুই) কেজি অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করে।

আসামীদ্বয়কে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে পাবনা জেলার আটঘরিয়া থানায় হস্তান্তর করা হয়।