পাবনা র্যাবের অভিযানে ০১টি বিদেশী পিস্তল, ০১টি ম্যাগাজিন ও ০৩ রাউন্ড গুলিসহ ০১ জন অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার
আব্দুল্লাহ আল মোমিন
পাবনা জেলা প্রতিনিধি
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন ধরণের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে জোরালো ভূমিকা পালন করে আসছে। অবৈধ অস্ত্র, গোলাবারুদ উদ্ধার, চাঁদাবাজ, সন্ত্রাসী, খুনি, ছিনতাইকারী, অপহরণ ও প্রতারকদের গ্রেফতার করে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সদা তৎপর রয়েছে র্যাব।
এরই ধারাবাহিকতায় সিপিসি-২, পাবনা র্যাবের আভিযানিক দল গোপন সূত্রে জানতে পারে যে, পাবনা জেলার ফরিদপুর থানাধীন ধানুয়াঘাটা গ্রামস্থ ০৪ নং হাদল ইউনিয়ন পরিষদের সামনে কতিপয় ব্যক্তি অসৎ উদ্দেশ্যে অবৈধ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ অবস্থান করছে। সেই মোতাবেক অত্র ক্যাম্পের একটি আভিযানিক দল গত ২২ আগস্ট, ২০২৪ তারিখ রাত্রী ২১.৪৫ ঘটিকায় ‘পাবনা জেলার ফরিদপুর থানাধীন ধানুয়াঘাটা গ্রামস্থ ০৪ নং হাদল ইউনিয়ন পরিষদ অফিসের সামনে ফাঁকা জায়গার উপর” অভিযান পরিচালনা করে মোঃ মোস্তাকিম জোয়ার্দার (৩০), পিতা-মৃত হাছেন জোয়ার্দার, সাং-ধানুয়াঘাটা, থানা-ফরিদপুর, জেলা-পাবনা নামের একজন অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেফতার করে এবং তার নিকট থেকে ০১টি বিদেশী পিস্তল, ০১টি ম্যাগাজিন, ০৩ রাউন্ড গুলি, ০১টি মোবাইল, ০২টি সীমকার্ড উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, উক্ত আসামী দীর্ঘদিন যাবৎ আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে অবৈধ অস্ত্র দেখিয়ে নিজ এলাকাসহ দেশের বিভিন্ন এলাকার জন সাধারণকে ভয়ভীতি প্রদান করে আসছিল।
গ্রেফতারকৃত আসামী মোঃ মোস্তাকিম জোয়ার্দার (৩০) এর বিরুদ্ধে পাবনা জেলার ফরিদপুর থানায় The Arms Act 1878 এর 19A/19(f) ধারা মোতাবেক মামলা দায়ের করতঃ তাকে ফরিদপুর থানায় হস্তান্তর করা হয়।
সাধারণ জনসাধারণের জানমালের নিরাপত্তা রক্ষার্থে অস্ত্রবাজ ও সন্ত্রাসী নির্মূলে র্যা বের এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়। ভবিষ্যতে অস্ত্রবাজ ও সন্ত্রাসী নির্মূলে র্যাবের এ ধরনের অভিযান চলমান থাকবে। আইন শৃংখলা বাহিনীর এ ধরনের তৎপরতা বাংলাদেশকে একটি সন্ত্রাসমুক্ত দেশ হিসাবে গড়ে তুলতে পারবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি।