পাবনায় পুলিশ সুপার মরহুম জমসেদ উদ্দিন স্বাস্থ্যসেবা কেন্দ্রের নতুন শাখা উদ্বোধন

আব্দুল্লাহ আল মোমিন
শনিবার (২৪মে) দুপুর ১২ টা থেকে ঘন্টাব্যাপী পাবনা দ্বিপচর প্রামানিক পাড়ায় এক আলোচনার মধ্য দিয়ে জেলার প্রয়াত পুলিশ সুপার মরহুম জমসেদ উদ্দিন এর নামে “মরহুম জমসেদ উদ্দিন স্বাস্থ্যসেবা কেন্দ্রের” নতুন শাখা উদ্বোধন করা হয়েছে।
শহীদ আমিনুদ্দিন আইন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এডভোকেট আজিজুল হক’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন পাবনা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মশিউর রহমান মন্ডল।
বিশেষ অতিথির বক্তব্য দেন পাবনা কলেজসহ শতাধিক স্কুল কলেজ মাদ্রাসার প্রতিষ্ঠাতা বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষাবিদ আলহাজ্ব অধ্যক্ষ মাহাতাব উদ্দিন বিশ্বাস, রানা গ্রুপের চেয়ারম্যান রুহুল আমিন বিশ্বাস রানা এবং দৈনিক জীবন কথার সম্পাদক এএসএম আব্দুল্লাহ।
স্বাগত বক্তব্য দেন স্বাস্থ্যসেবা কেন্দ্রের প্রতিষ্ঠাতা বিশিষ্ট সাংবাদিক এমজি বিপ্লব চৌধুরী।
সিএনএফ টিভি’র চেয়ারম্যান খালেদ আহমেদ’র সঞ্চালনায় আরও বক্তব্য দেন পাবনা রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক কাজী মাহবুব মোর্শেদ বাবলা, পাবনা হোমিওপ্যাথিক কলেজের প্রভাষক মাসুদ রানা, উত্তোরণ পাবনার প্রতিষ্ঠাতা সভাপতি আলমগীর কবীর হৃদয়, জাতীয়তাবাদী আইন ছাত্র ফোরাম শহীদ আমিনউদ্দীন আইন কলেজ শাখার আহবায়ক সাইফুল ইসলাম বাপ্পি ও এলাকর ইমান আলী।
উপস্থিত ছিলেন শহীদ আমিনউদ্দীন আইন কলেজ শাখার ছাত্র নেত্রী শাম্মী আক্তার, কবি নিলিমা নীল, এলাকাবাসী, পুলিশ সদস্য, ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকসহ শতাধিক নারী ও পুরুষ।
এর আগে ২টি সঙ্গীত পরিবেশন করেন কণ্ঠশিল্পী রজনী আক্তার, কবিতা আবৃত্তি করেন উত্তোরণ পাবনার যুগ্ন সাধারণ সম্পাদক রুদ্র বিশ্বাস ও সহ সাহিত্য সম্পাদক কবি সোনিয়া খাতুন।
উদ্বোধন শেষে বেশ কিছু রোগীকে চিকিৎসা দেন স্বাস্থ্যসেবা কেন্দ্রের প্রধান চিকিৎসক ডা. একেএম ওবাইদুল্লাহ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন ঐ এলাকার ধর্মপ্রাণ মুসল্লী জাহিদুল ইসলাম সুমন।
উল্লেখ্য পাবনার জননন্দিত পুলিশ সুপার জমসেদ উদ্দিন ভূঁইয়া ১৯৯৬ সালে ১৬ আগষ্ট ঈশ্বরদী হতে পাবনায় আসার সময় মালিগাছা মোড়ে সড়ক দুর্ঘটনায় ৩ জন সহকর্মী সহ নিহত হন ।
তার মৃত্যুর পর সাংবাদিক এম জি বিপ্লব চৌধুরী পুলিশ সুপার জমসেদ উদ্দিন ভূইয়া স্মরণে পাবনায় বেশকিছু প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন।