পাবনায় তিন ফসলি জমি রক্ষায় পাঁচ গ্রামের মানববন্ধন

আব্দুল্লাহ আল মোমিন
পাবনা জেলা প্রতিনিধি

ফ্যাসিস্ট সরকারের বিদায় হলেও ফ্যাসিস্ট কার্যক্রম আজও বন্ধ হয়নি। ৫ মে সোমবার সাথীয়া উপজেলার হরিপুর,, জগন্নাথপুর ভবানীপুর,, সরগ্রাম,,ও রতনপুর পাঁচ গ্রামের সমন্বয়ে তিন ফসলি জমি রক্ষায় মানববন্ধনে এমন কথা বলেন স্থানীয়রা।আমরা গরিব কৃষি জমির উপর আমরা নির্ভরশীল।আমরা আমাদের কৃষি জমি হারাতে চাইনা।যদি জোর করে আমাদের ফসলি জমি দখল করার চেষ্টা করা হয় তাহলে প্রয়োজনে ভেকোর নিচে জীবন দিয়ে দিব তবুও আমাদের কৃষি জমি নদী হতে দেব না। তিন ফসলি জমি রক্ষার মানববন্ধনে জামায়াত বি এন পির সমর্থক সহ,শিক্ষক,চাকুরী জিবি, মৎস্যজীবী, কৃষক ও স্থানীয় সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। স্থানীয় নেতৃবৃন্দসহ সাধারণ মানুষের একটাই দাবি জমি কেটে নদী হতে দিব না প্রয়োজনে আমরা জীবন দিয়ে দিব। সকল বক্তারা বক্তব্যের মাধ্যমে সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করেন এবং সাধারণ মানুষের প্রতি চিন্তা করে ফাসলী জমি নদীতে পরিণত না করার জোর দাবি জানান।ভবানীপুর, জগন্নাথপুর,স্বরগ্রাম,রতনপুর ও হরিপুরের কৃষি জমি কেটে জলা খননের সিদ্ধান্ত নিলে গ্রাম বাসী মানববন্ধনের আয়োজন করে।