পাবনায় জুলাই অভ্যুত্থানে আহত যোদ্ধাদের আর্থিক অনুদান প্রদান

আব্দুল্লাহ আল মোমিন
পাবনা জেলা প্রতিনিধি

পাবনায় জুলাই অভ্যুত্থানে আহত ‘সি’ ক্যাটাগরির যোদ্ধাদের আর্থিক সহা য়তা প্রদান করা হয়েছে। গতকাল পাবনা জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম ৭৯ জন আহত জুলাই যোদ্ধার হাতে অনুদানের চেক তুলে দেন।জুলাই ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, “জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী যোদ্ধারা জাতির প্রকৃত সূর্যসন্তান। তাদের পাশে পাবনা জেলা প্রশাসন সবসময় আছে।” তিনি নতুন বাংলাদেশ গঠনে তাদের অবদানের কথা শ্রদ্ধাভরে স্মরণ করেন এবং এই অনুদানকে জাতির কৃতজ্ঞতার প্রতীক হিসেবে উল্লেখ করেন।অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বক্তব্য রাখেন। উপস্থিত যোদ্ধারা স্বৈরাচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে লড়াইয়ের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।প্রসঙ্গত, জুলাইয়ের গণঅভ্যুত্থানে আহত যোদ্ধাদের সম্মান ও আর্থিক সহায়তা প্রদানের লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে।