পাবনায় চাকরি জাতীয়করণের একদফা দাবিতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মানববন্ধন ও বিক্ষোভ

আব্দুল্লাহ আল মোমিন
পাবনা জেলা প্রতিনিধি

আজ ১.০০-১.৪০ ঘটিকা পর্যন্ত পাবনা জেলায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কার্যালয়ে চাকরি জাতীয়করণের একদফা দাবিতে বিভিন্ন উপজেলার বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সাধারণ সদস্যদের বিক্ষোভ এবং পাবনা প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি (৩.০০হতে ৩.৫০ পর্যন্ত পালিত হয়।
পিসি সোহেল হোসেন এর নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি পাবনা জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কার্যালয়ে প্রবেশ করে জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কার্যালয়ে অবস্থান করে মানববন্ধন ও বিক্ষোভ প্রদর্শন করে। এরপর জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্টের নিকট চাকরি জাতীয়করণের একটি আবেদন প্রদান করে।

১.০০ ঘটিকায় পাবনা জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্টকে নিয়ে একটি বিক্ষোভ মিছিল করা হয়। বিক্ষোভ মিছিলটি পাবনা জেলা প্রেসক্লাবে সামনে আসলে মানববন্ধন কর্মসূচি পালনের মধ্য দিয়ে আজকের কর্মসূচি শান্তিপূর্ণ ভাবে শেষ হয়।

উল্লেখ্য মানববন্ধন কর্মসূচিতে পিসি সোহেল হোসেন অনুষ্ঠানিকভাবে আজ থেকে পাবনা জেলায় সাধারণ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কর্ম বিরতি ঘোষণা করে।