পাঁচবিবিতে মোবাইল চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাদ্রাসা ছাত্রীর মৃত্যু

মোঃ আল আমিন
জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাটের পাঁচবিবিতে মোবাইল ফোন চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোছাঃ জেরিন পারভীন (১০) নামের এক মাদ্রাসার ছাত্রীর অকাল মৃত্যু হয়েছে।

ঘটনাটি ঘটেছে আজ ২৮ আগস্ট বুধবার সন্ধ্যায় উপজেলার আওলাই ইউনিয়নের ফতেপুর গ্রামে।

পরিবার ও এলাকাবাসীরা জনায়, ঐ গ্রামের কৃষক মোঃ জুবায়ের ইসলামের কন্যা মোছাঃ জিনিয়া পারভীন(১০) বৈদ্যুতিক বোর্ডে মোবাইল ফোন চার্জ দিতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়।পরিবারের লোকজন তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলার মহিপুর সরকারি হাসপাতালে নেবার পথে তার মৃত্যু হয় । সে চাটখুর আলিম মাদ্রাসার চতুর্থ শ্রেণির ছাত্রী ছিল। সে দুই ভাই দুই বোনের মধ্যে প্রথমা কন্যা। তার মৃত্যুতে পরিবার ও গ্রামে শোকের ছায়া নেমে আসে।