পটুয়াখালী গলাচিপা ঘূর্ণিঝড় রেমেল এ ঘর আংশিক ক্ষতিগৃস্ত হয়ে

মোঃনুহু ইসলাম পটুয়াখালী প্রতিনিধি

২৯ জুন পটুয়াখালী জেলা গলাচিপা ১ নং আমখোলা ইউনিয়নে ৮ নং ওয়ার্ড আলগী তাফালবাড়ি গ্রামের স্থায়ী বাসিন্দা (আজিমন ) বললেন আমার পরিবারে লোকসংখ্যা ৩ জন কিন্তু বসবাসের ঘর ঘূর্ণিঝড় রেমিল এ আংশিক ক্ষতিগৃস্ত হওয়ায় কোন ভাবেই ঘরে বসবাস করা যাচ্ছে না আমার পরিবার নিয়ে অন্যের একটি ভাঙ্গা ঘরে মানবেতর জীবন যাপন করছি এমতাবস্থায় আমার বসবাসের জন্য একটি বসত ঘর খুবই প্রয়োজন আজিমন বললেন আমার স্বামী নাই পিতাঃ মোঃ হাফেজ খান আজিমন বললেন আমার একটি মেয়ে বোবা আমার ঘরের ভিতরে পানি পড়ে ঘরে থাকার মতো পরিবেশ নাই আমার খাটার কোনো লোক নাই আমি মানুষের বাসায় বাসায় কাজ করি আমার খাডার মোতো কোনো লোক নাই আপনাদের কাছে আর্থিক সহযোগিতা চাই আজিমন বললেন আমার বোবা মেয়েটা মুখে দিকে তাকাইয়া আপনাদের কাছে আর্থিক সহযোগিতা চাই