নেত্রকোনা মদনে বসত ঘর আগুনে পুড়ে ছাই- ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় পাঁচ লাখ টাকা।মো :

লুৎফুর রহমান হৃদয়, ময়মনসিংহ বিভাগীয় ব্যুরোঃ মদন উপজেলার নায়েকপুর ইউনিয়নের মাখনা গ্রামের উজানি পাড়া (১১ এপ্রিল) শুক্রবার ভোরে বসত ঘর আগুন লেগে পুড়ে ছাই হয়ে গেছে। ১১ এপ্রিল শুক্রবার ভোরে প্রতিবেশীর লোকজন আঃ কাদির ও কাকন মিয়া নামাজ পড়ার জন্য ঘর থেকে বের হয়ে দেখতে পায় আবু কালাম (৪৫) এর ঘরে আগুনের লেলিহান। তখন আগুন নিভানোর জন্য তাদের ডাক চিৎকারে প্রতিবেশী লোকজন ছুটে এসে যে যার মত পারে চেষ্টা করে এবং ফায়ার সার্ভিসকে খবর দিলে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের লোকজনসহ স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হলেও বসতঘরসহ ঘরে থাকা মালামাল সব কিছু পুড়ে ছাই হয়ে যায় ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় পাঁচ লাখ টাকা । স্থানীয় ও এলাকাবাসী সূত্রে জানা যায়,বাড়ির মালিক আবু কালাম (৪৫) ও তার ভাই তৌহিদ মিয়ার (৩৫) মাকে রেখে জীবিকার তাগিদে ঢাকা গার্মেন্টসে চাকরি করে গত দুই বছর আগে বসত ঘরটি নির্মাণ করেছিল। সেই ঘরটি আগুনে পুড়ে যাওয়ায় এখন আর থাকার বাসস্থান নেই। এ সময় বাড়িতে থাকা আঃ কাদির এর মা কান্না জনিত কন্ঠে এ প্রতিনিধিকে বলেন আমাকে বাড়িতে রেখে আমার সন্তানেরা জীবিকার তাগিদে তাদের পরিবারকে নিয়ে গার্মেন্টসে চাকরি করে এই ঘরটি নির্মাণ করেছিল। আমি এই ঘরে আমি একা থাকতাম। গতকাল আমি ঘর তালা মেরে আমার বাবার বাড়িতে গিয়েছিলাম। সকালে সংবাদ পেয়ে বাড়িতে এসে দেখি সবকিছু আগুনে পুড়ে চায় হয়ে গেছে। এখন আমি আমার সন্তানকে কি জবাব দিব। আমার এই ছেলেদের ঘরের জায়গাটুকু ছাড়া আর কোন সম্পদ নেই। সরকার ও বিত্তবান দানশীল কাছে সহযোগিতা চাচ্ছি।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা অহনা জিন্নাত জানান,আগুনে ঘর পুড়ে যাওয়া ঘটনাটি শুনে,তাদেরকে বলেছি উপজেলা প্রশাসন বরাবর আবেদন করতে। আবেদনটি পেলে উদ্বোধন কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দিব।