নেত্রকোনা জেলায় জেলা মডেল প্রেসক্লাব নেত্রকোনা কমিটি গঠন করা হয়েছে

মো:লুৎফর রহমান (হৃদয়) বিশেষ প্রতিনিধি ময়মনসিংহ বিভাগ
জেলা মডেল প্রেসক্লাব নেত্রকোণা কমিটি গঠন করা হয়েছে। ১৫ ই অক্টোবর ( মঙ্গলবার) সন্ধ্যায় ‘জেলা মডেল প্রেসক্লাব,নেত্রকোণা’ কার্যালয়ে কমিটি গঠন করে তা প্রকাশ করেন।

এসময়, জেলা মডেল প্রেস ক্লাব নেত্রকোণা নবগঠিত কমিটির সভাপতি এডভোকেট মো: খলিলুর রহমান খলিল ও সাধারণ সম্পাদক মো: সারোয়ার পারভেজ বাবুসহ তেইশ সদস্যের কমিটি গঠন করা হয়।
নবগঠিত জেলা মডেল প্রেসক্লাব নেত্রকোণা কমিটিতে যারা রয়েছে তারা হলেন- সিনিয়র সহ-সভাপতি দেলোয়ার হোসেন মাসুদ, সহসভাপতি সাইফুল আরিফ জুয়েল, সহ-সভাপতি সুলতান আহমেদ, যুগ্ম-সাধারণ সম্পাদক সোহেল খান দুর্জয়, যুগ্ম-সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, সাংগঠনিক সম্পাদক সোলায়মান হোসাইন রুবেল, সাংগঠনিক সম্পাদক হামিদুর রহমান অভি, সাংগঠনিক সম্পাদক ইমরান হাসান নিলয়, কোষাধ্যক্ষ সানাউল্লাহ শাহ, দপ্তর সম্পাদক শফিউল আলম চৌধুরী, তথ্য ও প্রচার সম্পাদক নজরুল ইসলাম খান, শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক কহিনুর আলম, সহ-শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক লুৎফর রহমান হৃদয়, ধর্ম বিষয়ক সম্পাদক মনিরুল ইসলাম, ক্রীড়া সম্পাদক নাজমুল হুদা বিদ্যুৎ, সহ ক্রীড়া সম্পাদক এনামুল হক তালুকদার, মহিলা বিষয়ক সম্পাদক শান্তা ইসলাম, সম্মানিত সদস্য তামিম খান আদনান, সম্মানিত সদস্য সৈয়দ কুতুবুল আলম, সম্মানিত সদস্য মোঃ বাবুল, সম্মানিত সদস্য অমিতাভ বিশ্বাস।
উল্লেখ্য যে, জেলা মডেল প্রেসক্লাব নেত্রকোণা যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হলে বিভিন্ন সামাজিক পেশার লোকজন কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।