নেত্রকোনার বারহাট্রা উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী সোহেল

মোহাম্মদ সালাহ উদ্দিন, ময়মনসিংহ বিভাগের বিশেষ রিপোর্টাঃ
বারহাট্রা উপজেলায় উৎসব মূূখর পরিবেশে
বাংলাদেশ জাতীয়তাবাদী দল ( বিএনপি ) নেত্রকোনা বারহাট্রা উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
২৫ মে রবিবার দুপুরে নেত্রকোনার বারহাট্রা উপজেলায় জেলা পরিষদ অডিটোরিয়াম হল রুমে অনুষ্ঠিত সম্মেলনে কাউন্সিলরদের সরাসরি ভোটে সভাপতি / সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে।
দলীয় সূত্রে জানা যায়- সর্বশেষ ২০০৮ সালে বারহাট্রা উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন হয়েছিল। গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর সক্রিয় হন বিএনপির তৃণমূলের নেতা-কর্মীরা। তাঁদের দাবীর পরিপ্রেক্ষিতে আজ বারহাট্রা জেলা পরিষদ অডিটোরিয়াম সম্মেলন অনুষ্ঠিত হয়।
দুপুর ১২টার দিকে সম্মেলনের উদ্বোধন করেন- জেলা বিএনপির আহ্বায়ক মোঃ আনোয়ারুল হক।
বিশেষ বক্তা ছিলেন- জেলার সদস্যসচিব ও কেন্দ্রীয় কমিটির সদস্য মোঃ রফিকুল ইসলাম হিলালী।
বারহাট্রা বিএনপির দ্বি বার্ষিক সন্মেলনে
সভাপতি মোঃ মোস্তাক আহমেদ ১৬০ ভোট পেয়ে সভাপতি ও সাধারণ সম্পাদক আলহাজ্ব আশিক আহমেদ ১৯১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
বিজয়ী সাধারণ সম্পাদক আলহাজ্ব আশিক আহমেদ বলেন- ‘বিগত সরকারের লোকজন আমাদের ওপর মামলা-হামলা করে নানা অত্যাচার-নির্যাতন করেছে।
তাদের অত্যাচারে অসংখ্য মামলা মাথায় নিয়ে আমাদের পালিয়ে বেড়াতে হয়েছে। তবুও আমি দলের নেতা-কর্মীদের পাশে ছিলাম। তাঁরা আমাকে মূল্যায়ন করেছেন, সে জন্য কৃতজ্ঞ।
বিজয়ী সভাপতি মোঃ মোস্তাক আহমেদ বলেন- “দীর্ঘদিন পর হলেও আমরা স্বাধীনভাবে দলের সম্মেলন করতে পেরেছি। আশা করি, নতুন নেতৃত্বের মাধ্যমে দল আরও সুসংগঠিত ও শক্তিশালী হবে”।