নেত্রকোনার কেন্দুয়ায় ঈদুল ফিতরের নামাজ আদায়

মোহাম্মদ সালাহ উদ্দিন, ময়মনসিংহ বিভাগের বিশেষ রিপোর্টারঃ

বাংলাদেশের হিজরি শাওয়াল মাসের চাঁদ গতকাল দেখা যাওয়ার পরে আজ পবিত্র ঈদের নামাজ আদায় করা হয়েছে।

নেত্রকোনার কেন্দুয়া উপজেলার ৯নং নওপাড়া ইউনিয়নের দুর্গাপুর,বড়কান্দা,সয়লাপাড়া,
দুখিয়ারগাতী ও পৌরসভার হরিয়ামালা ছয়ানি ও কান্দিউড়া ইউনিয়নের স্বল্প, এক সংগে ৭টি গ্রামের লোকজন শেহড়া ঈদগাহ মাঠে আজ পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন।

সোমবার সকালে পৌরসভার মডেল মসজিদ
উপজেলা পরিষদ জামে মসজিদ, কেন্দুয়া পৌর ঈদগাহ মাঠ, সাউদপাড়া ঈদগাহ মাঠ, টেংগুরি ঈদগাহ মাঠ, কান্দাপাড়া ঈদগাহ মাঠ, বাট্রা ঈদগাহ মাঠ, চিথোলিয়া ঈদগাহ মাঠ, দিগদাইর মাদ্রাসা ঈদগাহ, বাদে আঠারো বাড়ী,কচন্দরা
আশুজিয়া, দলপা,জল্লী,গড়াডোবা, সান্দিকোণা, রোয়াইলবাড়ি,পাইকুড়া, মজলিশপুর ঈদগাহ ,রাজিবপুর ঈদগাহ, রায়পুর ঈদগাহ, রামচন্দ্রপুর ঈদগাহ মাঠসহ উপজেলার বিভিন্ন ঈদগাহ মসজিদ ও মাদ্রাসার মাঠে এ ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
কেন্দুয়া উপজেলার মডেল মসজিদে নারীদের জামাতে নামাজ আদায় করার জন্য বিশেষ ব্যবস্থা রাখা হয়।
শেহড়া ঈদগাহ মাঠের খতিব পীরজাদা আবু সাদেক ঈদুল ফিতরের নামাজ পড়ে দোয়া শেষে সবার সাথে সবার কৌশল বিনিময় করেন। এতে প্রায় ১০০০ হাজার মুসলমান এ নামাজে অংশগ্রহণ করেন।
শেহড়া ঈদগাহ মাঠের সভাপতি হাবিবুর রহমান মোসলেম বলেন – আমরা একমাস সিয়াম সাধনার পরে আজ সবাই একত্রিত হয়ে নামাজ আদায় করেছি, হিংসা বিদ্বেষ হানাহানি পরিত্যাগ করে সব ভুলে আমরা ভাতৃত্ব বোধ রক্ষা করি। অতীতে কেউ না বুঝে অপরাধ করে থাকলে আল্লাহ আমাদের ক্ষমা করে দিবেন। আমরা এই মাঠের উন্নয়নের জন্য প্রায় ৭ লাখ টাকা দিয়ে ছিলেন, আমরা এই টাকা দিয়ে মাঠের উন্নয়ন করতে চেষ্টা করেছি।
আগামীতে মাঠের উন্নয়ন অব্যাহত থাকবে।

এ ব্যাপারে উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম বলেন- একসঙ্গে সারদেশের মুসলিম উম্মতের  সকল মুসলমান রমজানের রোজা একসাথে শুরু করি, এবং একমাস রোযা রাখার পর আজ পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করছি। এদিকে  ইউরোপ, আমেরিকা সময় ব্যবধান ১০ থেকে ১১ ঘন্টা ও মধ্যপ্রাচ্যের সঙ্গে বাংলাদেশের সময়ের পার্থক্য মাত্র তিন ঘণ্টা।
মধ্যপ্রাচ্যের চন্দ্র উদয়ের পুরো একদিন পর বাংলাদেশে ঈদ উদযাপন করা হয়।

কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান বলেন- “দীর্ঘদিন ধরে এ উপজেলায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এরই ধারাবাহিকতায় আজ সোমবার  সকালেও সুষ্ঠু এবং সুশৃঙ্খলভাবে এ উপজেলায় প্রায় ৩০টি ঈদগাহ মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হচ্ছে।