নেত্রকোনায় মাদক সেবনের অভিযোগে এক যুবকের দুই বছরের জেল

যুবকের দুই বছরের জেল মাদক সেবকের অভিযোগে।

মো: লুৎফুর রহমান হৃদয় বিশেষ প্রতিনিধি ময়মনসিংহ বিভাগ

মাদক সেবনের অভিযোগে তোফায়েল আহমেদ নামের এক যুবককে দুই বছরের কারাদন্ডাদেশ প্রদান করা হয়।
সোমবার (১১ নভেম্বর)২০২৪ দুপুরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এ দন্ডাদেশ প্রদান করা হয়েছে।
আদালত পরিচালনা করেন কেন্দুয়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমদাদুল হক তালুকদার।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়,কেন্দুয়া উপজেলার চিরাং বাজার এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।
এ সময় ওই যুবককে মাদক ( গাজা) সেবন করতে দেখে তাকে আটক করে পুলিশ। এ সময় গাঁজা সহ গাঁজা সেবনের সর্ঞ্জামাদিও জব্দ করা হয়।
পরে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউ এন ও ইমদাদুল হক তালুকদার তোফায়েল আহমেদকে দুই বছরের কারাদন্ডাদেশ দেন।একই সাথে ১০০ টাকার জরিমানা ও করা হয়।
কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান জানান সাজাপ্রাপ্ত ওই যুবককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রট ইউ এন ও ইমদাদুল হক তালুকদার এ সময় বলেন,মাদক শুধু ব্যাক্তি নয় সমাজের বিরাট ক্ষতি করে।পরিবার ধ্বংস করে দেয়।যেখানেই মাদক,সেখানেই প্রতিরোধ।মাদকের বিষয়ে জিরো টলারেন্স।কোন প্রকার ছাড় নেই।তিনি মাদক নির্মুলে সমাজের সকল মানুষকে এগিয়ে আসার আহবান জানান।

You may have missed