নেত্রকোণা থেকে অপহৃত ভিকটিম কে ফেনী থেকে উদ্ধার।

prothomalo-bangla_2022-08_0311b2a3-36db-4a1b-9b77-2a6084430fd2_grafter_01

ময়মনসিংহ ব্যুরো প্রতিনিধিঃ

নেত্রকোণা’র কলমাকান্দা থেকে অপহৃত ভিকটিমকে উদ্ধার করেছে এস আই বিপুল সাহার নেতৃত্বে পি বি আই নেত্রকোণার একটি চৌকস দল।

শনিবার সন্ধায় (২৪ ই ডিসেম্বর ২০২২) পি বি আই নেত্রকোণা থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায় ১৬ই ডিসেম্বর ২০২২ তারিখে কলমাকান্দা বাজারে যাওয়ার পথে ভিকটিমকে অপহরণ করে ফারহন নাদিম সহ ৩-৪জন।পরের দিন ভিকটিমের পিতা থানায় নিখোঁজ জিডি করেন।

জিডি মূলে পি বি আই নেত্রকোণা জেলার অতিরিক্ত পুলিশ সুপার শহিদুল করিরের দিক – নির্দেশানায় এস আই বিপুল সাহার নেতৃত্বে একটি চৌকস দল তথ্য প্রযুক্তির সাহায্যে ভিকটিমের অবস্থান নির্ণয় করে ফেনীর আয়ুব আলীর ভাড়া বাড়ি থেকে অপহৃত ভিকটিমকে উদ্ধার করা হয় এবং পুলিশের উপস্থিতি টের পেয়ে আয়ুব আলী ও তার স্ত্রী রহিমা পালিয়ে যায়।
তারিখঃ২৫-১২-২০২২
ময়মনসিংহ ব্যুরো প্রতিনিধি
হৃদয় রায় সজীব