নির্বাচন কমিশনার দুদিনের সফরে ঝিনাইদহ ও খুলনা আসছেন
খুলনা অফিস :
নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ আহসান হাবিব খান (অব:) দুই দিনের সফরে আজ ২ এপ্রিল ঝিনাইদহ ও খুলনা আসছেন।
সফরসূচি অনুযায়ী নির্বাচন কমিশনার ২ এপ্রিল সকাল ১১টায় ঝিনাইদহ জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে ষষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন-২০২৪ উপলক্ষ্যে খুলনা বিভাগের ঝিনাইদহ, মাগুরা, কুষ্টিয়া মেহেরপুর ও চুয়াডাঙ্গা জেলার রিটানির্ং অফিসারগণ, সহকারী রিটার্নিং অফিসার, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, গোয়েন্দা সংস্থার সদস্য এবং নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা/অন্যান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে অনুষ্ঠিতব্য আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন।
তিনি ৩ এপ্রিল সকাল ১১টায় খুলনা জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে ষষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন-২০২৪ উপলক্ষ্যে খুলনা বিভাগের যশোর, নড়াইল, বাগেরহাট, সাতক্ষীরা ও খুলনা জেলার রিটানির্ং অফিসারগণ, সহকারী রিটার্নিং অফিসার, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, গোয়েন্দা সংস্থার সদস্য এবং নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা/অন্যান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে অনুষ্ঠিতব্য আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন। বিকালে নির্বাচন কমিশনার ঢাকার উদ্দেশ্যে খুলনা ত্যাগ করবেন।