নিয়োগ চূড়ান্তের আগেই প্রতিরক্ষামন্ত্রীকে সরিয়ে দেয়ার চিন্তা করছেন ট্রাম্প?
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী হিসেবে নিয়োগ চূড়ান্তের আগেই বিতর্কিত পিট হেগসেথকে সরিয়ে দেয়ার চিন্তা করছেন ডোনাল্ড ট্রাম্প। হেগসেথকে সরিয়ে তার জায়গায় ফ্লোরিডার গভর্নর ও এক সময়ের প্রতিদ্বন্দ্বী রন ডেস্যান্টিসকে নিয়োগ দেয়ার কথা বিবেচনা করছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট।
ট্রাম্পের আলোচনা সম্পর্কে অবগত ব্যক্তিরা মঙ্গলবার (৩ ডিসেম্বর) দ্য ওয়াল স্ট্রিট জার্নালকে এই তথ্য জানিয়েছেন। খবর নিউইয়র্ক পোস্টের।
পিট হেগসেথ সাবেক সেনা কর্মকর্তা ও ফক্স নিউজের উপস্থাপক। তার বয়স ৪৪ বছর। সম্প্রতি তার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তোলেন এক নারী। এ ছাড়া তার বিরুদ্ধে আর্থিক অব্যবস্থাপনার অভিযোগও রয়েছে।
এনবিসি নিউজের তথ্য অনুযায়ী, অন্তত ছয়জন রিপাবলিকান সিনেটর হেগসেথকে পেন্টাগনের শীর্ষ পদে নিশ্চিত করার বিষয়ে আপত্তি জানিয়েছেন।
দ্য ওয়াল স্ট্রিট জার্নাল-এর প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিরক্ষামন্ত্রীর পদপ্রার্থীর সংক্ষিপ্ত তালিকায় আগে থেকেই ছিলেন ডিস্যান্টিস। তিনি মার্কিন নৌবাহিনীর সাবেক বিচারক অ্যাডভোকেট জেনারেল। তবে তাকে রেখে পিট হেগসেথকে প্রতিরক্ষামন্ত্রী হিসেবে বেছে নেন ট্রাম্প। এবার সেই পিট হেগসেথকেই সরিয়ে দেয়ার চিন্তা করছেন যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট।
উল্লেখ্য, গত ৫ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে বিপুল ভোটে জয়ী হন ট্রাম্প। তারপর থেকেই মন্ত্রণালয় সাজানো শুরু করেন তিনি। প্রতিরক্ষামন্ত্রীর পদে বেছে নেন ৪৪ বছর বয়সী হেগসেথকে।