না ফেরার দেশে চলে গেলেন —মির্জা আব্দুল জব্বার বাবু

এস,এম,রুহুল তাড়াশ,
সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি:-

সিরাজগঞ্জ জেলা যুবদলের সভাপতি ও রাজশাহী বিভাগীয় যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক মির্জা আব্দুল জব্বার বাবু মারা গেছেন।

রোববার (২৩ মার্চ) ভোরে ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মির্জা আব্দুল জব্বার বাবু সিরাজগঞ্জ পৌর শহরের হোসেনপুর মহল্লার বাসিন্দা।

তার মৃত্যুর বিষয়টি মির্জা আব্দুল জব্বার বাবুর একাধিক স্বজন ও জেলা বিএনপির একাধিক নেতা নিশ্চিত করেছেন।

তারা জানান, প্রায় দুই মাস আগে মির্জা আব্দুল জব্বার বাবু ভাইরাসজনিত একটি রোগে আক্রান্ত হয়ে প্রথমে সিরাজগঞ্জ নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। পরে অবস্থার অবনতি হলে তাকে দ্রুত ঢাকার স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে বেশ কিছুদিন হলো চিকিৎসা নিচ্ছিলেন। এরপর চিকিৎসাধীন অবস্থায় ভোরে তার মৃত্যু হয়।