নান্দাইল মডেল থানা অভিযানে ট্রাক চোর চক্রের সদস্য আটক ০১

মোহাম্মদ সালাহ উদ্দিন, ময়মনসিংহ বিভাগের বিশেষ রিপোর্টারঃ

দিবাকালীন নিয়মিত টহল ডিউটিসহ অভিযান পরিচালনা কালে গোপন সংবাদের ভিত্তিতে অফিসার ইনচার্জ, নান্দাইল মডেল থানা এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ৪ জুলাই ২০২৫ইং দুপুরে নান্দাইল থানাধীন মোয়াজ্জেমপুর ইউনিয়নের চামডা বাজারস্থ জনৈক সাদেক মিয়ার ধানের দোকানের পাশের গলির ভিতর থেকে একটি চোরাই হলুদ রংয়ের ট্রাক যার রেজিঃ নং-ঢাকা মেট্রো-ট-১৫-৫৩২৮, চেসিস নং-373144J5R100985, ইঞ্জিন নং- 697TC48KR112762, উদ্ধারসহ ট্রাক চোর চক্রের ০১ সদস্যকে আটক করা হয়।

গ্রেফতারকৃত মোঃ রুবেল মিয়া(৩৮) পিতা মৃত শহীদুল্লাহ, মাতাঃ হামিদা খাতুন, গ্রামঃ সংগ্রাম কেলি, ইউপিঃ শেরপুর,নান্দাইল, জেলা ময়মনসিংহ।

নান্দাইল মডেল থানার মামলা নাম্বার-০৭, তারিখ-০৪/০৭/২৫, ধারা-৪১৩ পেনাল কোড রুজু করা হয়।
আসামীকে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।
উল্লেখ্য যে ট্রাক চোর চক্রের সাথে জড়িত অন্যান্য আসামীদের গ্রেফতারের অভিযান অব্যহত আছে।