নাটোর জেলার বড়াইগ্রামে ডোবায় পড়ে শিশুর মৃত্যু

মু. হায়দার আলী,নাটোর প্রতিনিধিঃ
নাটোরের বড়াইগ্রামে বাড়ির পাশের ডোবার পানিতে পরে সানজিদা (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
১১ অক্টোবর শুক্রবার সকাল সাড়ে ১০টায় উপজেলার মাঝগাঁও গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সানজিদা ওই গ্রামের সুমন মন্ডলের মেয়ে।

স্থানীয় ইউপি সদস্য মজিবর রহমান জানান, সকালে শিশুটি বাড়ির আঙ্গিনায় খেলা করছিল। এ সময় তার মা এবং বাড়ির অন্য সদস্যরা গৃহস্থালির কাজে ব্যস্ত ছিলেন। কিছুক্ষণ পর শিশুটির মা তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজির এক পর্যায়ে বাড়ি সংলগ্ন ডোবায় তার অচেতন দেহ ভাসতে দেখেন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে দ্রুত স্থানীয় বনপাড়া পাটোয়ারী জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক সানজিদাকে মৃত ঘোষণা করেন।

You may have missed