নাগরিক প্রত্যাশা’ নিয়ে মেয়র ও জেলা পরিষদ চেয়ারম্যানকে এমএএফ’র স্মারকলিপি 

খুলনা মহানগরের বিভিন্ন ধরণের সামাজিক সমস্যার সমাধান ও নগর জীবন মান উন্নয়নের লক্ষ্যে এম এ এফ (মাল্টিপার্টি এডভোকেসি ফোরাম)’র পক্ষ থেকে রোববার কেসিসি মেয়র তালুকদার আব্দুল খালেক ও জেলা পরিষদ চেয়ারম্যান শেখ হারুনার রশীদকে স্মারকলিপি প্রদান করা হয়। এর আগে গত ২৮ মে এম এ এফ, সিভিল সোসাইটি ও বিভিন্ন ইয়ুথ গ্রুপের প্রতিনিধিবৃন্দদের সম্মিলিত অংশগ্রহণে অনুষ্ঠিত নাগরিক সংলাপ থেকে প্রাপ্ত প্রত্যাশা সমুহের প্রতিফলন প্রস্তুত করা হয়। যা প্রস্তুতে খুলনা মহানগরীর বিভিন্ন আর্থ-সামাজিক অবস্থানে থাকা ৪২ জন নারী পুরুষের অংশগ্রহণ করেছিলেন। অংশগ্রহণকারীদের অর্ধেকই নারী ছিলেন।  

দায়িত্বশীল ও নাগরিকবান্ধব সিটি কর্পোরেশন প্রতিষ্ঠার লক্ষ্যে উক্ত সুপারিশ সমূহ বাস্তবায়নে মেয়রের দৃষ্টি আকর্ষণ এবং কার্যকর পদেক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়।

ইউএসএআইডি’র অর্থায়নে ‘স্ট্রেংথেনিং পলিটিক্যাল ল্যান্ডস্কেপ’ প্রকল্পের আওতায় ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এই উদ্যোগে সহযোগিতা করেন।

সার্বিক পরিচালনায় ছিলেন এমন এ এফ’র সভাপতি জোবায়ের আহমেদ খান জবা, সাধারণ সম্পাদক রেহানা ইসা, খুলনা মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক, মাহবুব আলম সোহাগ, শামীমা সুলতানা শিলু,মিজানুর রহমান জিয়া, আফরোজা জেসমিন বিথী, শেখ সাদী, জেসমিন সুলতানা, কামরুন্নাহার হেনা, হালিমা খাতুন শিউলি, আয়েশা আক্তার ,হেলাল আহমেদ সুমন,জুবিওয়ালিয়া টুই, ইয়ুথ প্রতিনিধি জয়োদ্রত শীল ও আলভী শেখ। ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এর রিজিওনাল ম্যানেজার রুবাইয়াত হাসান, রিজিওনাল কো-অরডিনেটর মোঃ ইয়াসিন আরাফাত ও ইলেকটোরাল প্রোগ্রাম এসিস্ট্যান্ট সিলমী সাদিয়া 

You may have missed