নরসিংদীর রায়পুরায় কয়েক বছরের জিরো থেকে হিরো যুবলীগের ইউনিয়ন সভাপতি আমান উল্ল্যা আমান
তালাত মাহমুদ : নরসিংদীর রায়পুরার হাইরমারা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাহফুজুল হক বাবলা ও সাবেক যুবলীগের হাইরমারা ইউনিয়ন সভাপতি আমান উল্ল্যা আমান ওরফে সুদি ব্যাবসায়ি । সাবেক যুবলীগের ইউনিয়নের সেকেটারী মিজানুর রহমান ওরফে তাতী শ্রমিক মিজান
মনিপুরা বাজারে চাদাবাজী নিয়ন্ত্রণ ইটখলা দখল, প্রতিষ্ঠানে চুরির টাকার ভাগিদার। সরজমিনে গিয়ে যানা যায় মাছুমের ছোট ভাই ডাকাত দলের অন্যতম সদস্য । এরা বিগত ১৬ বছরে জিরো থেকে হিরো হলো কিভাবে তা খতিয়ে দেখার জন্য প্রসাসনের দৃষ্টি আকর্ষণ করছি। মনিপুরা বাজারের দোকান মালিক এবং হিন্দু সম্প্রদায়ের আতংক । এলাকায় দাপটের সাথেই বুক ফুলিয়ে সব ধরনের অপকর্মে লিপ্ত আছে। স্বৈরাচার পতন হলেও এদের ভয়ে এখনো কেউ কথা বলার সাহস পায়না। এরা এতটাই ভয়ংকর যে পুলিশ প্রসাশন কে তোয়াক্কা করেনা ।রায়পুরা থানার হাইরমারা ইউনিয়নের সকল সাধারন মানুষ ব্যাবসায়িক সহ হিন্দু পরিবার গুলি তাদের কাছে জিম্মি । এঁদেরকে আইনের আওতায় এনে তাদের সম্পদের উৎসহ খতিয়ে দেখার জন্য আইন প্রসাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করছে এলাকাবাসীর।