নরসিংদীতে নারী যাত্রীকে ধ/র্ষ/ণে/র অভিযোগে রাইড শেয়ার মোটরসাইকেলের চালক শাহপরানকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ।

IMG-20250601-WA0030

গতকাল শনিবার রাতে ঢাকার কেরানীগঞ্জ থেকে তাকে আটক করে পলাশ থানা পুলিশ। আজ রোববার আদালতে ১৬৪ ধারায় জবানবন্দিতে তিনি ধ/র্ষ/ণে/র কথা স্বীকার করেন।

গত ২৮ মে মিরপুর থেকে রাইড শেয়ার মোটরসাইকেলে ওঠার পর ভুক্তভোগী নারী চালকের দেওয়া হেলমেট পরে অচেতন হয়ে পড়েন। জ্ঞান ফিরলে নিজেকে নরসিংদীর একটি নির্জন স্থানে দেখতে পান এবং সেখানেই শাহপরান তাকে ধ/র্ষ/ণ করেন। এরপর তিনি টাকা ছিনিয়ে নিয়ে বিকাশে স্বজনদের কাছ থেকেও অর্থ আদায় করেন।

৯৯৯-এ কল পেয়ে পুলিশ ওই নারীকে উদ্ধার করে। পরদিন তিনি শাহপরানসহ তিনজনের বিরুদ্ধে মামলা করেন। এরপর থেকেই পুলিশ অভিযানে নামে এবং শনিবার মধ্যরাতে প্রধান আসামিকে গ্রে/প্তা/র করে।

You may have missed