নরসিংদীতে আবাসিক হোটেল আল মামুনে এক নারীকে ধর্ষন ও নিযতনের অভিযোগ ।তালাত মাহামুদ বিশেষ প্রতিনিধি

তালাত মাহামুদ, বিশেষ প্রতিনিধিঃ

নরসিংদী শহরের বাজির মোড়ে অবস্থিত ফজলু মিয়ার বিল্ডিং এ অবস্থিত এবং বাহাদুর খান মালিকানাধীন আবাসিক হোটেল আল মামুনে এক নারীকে জোর
পূর্বক তাকে একাদিক লোক ধর্ষণ নিযাতনের অভিযোগ উঠেছে।
জানা গেছে, তিন যুবক মিলে রায়পুরার উপজেলার চরসুবুদ্দি ইউনিয়নের বাহার চর গ্রামের রবিউল ভূইয়ার ছেলে মোঃ রতন মিয়া, জব্বার মিয়ার ছেলে আলমগীর ফরাজী ও একজনের নাম জানা যায়নি। কথায় প্রেমে ফেলে পোলভন দেখিয়ে নরসিংদীতে মার্কেটিং করে দিবে ও ঘুরাঘুরি করে আসা ঐ তিন জন জন যুবক
ঐ নারীকে জোরপূর্বক হোটেলের এক রুমে হোটেল কতৃপক্ষের এন্ট্রি খাতায় নাম এন্ট্রি না করে কক্ষে নিয়ে গিয়ে এই ঘটনা ঘটিয়েছে। সরেজমিনে হোটেলের খাতায় এন্ট্রি এবং বিভিন্ন আলামত পাওয়া গেছে। ভুক্তভোগী নারী, যার নাম শাম্মী আক্তার এই অভিযোগ করেন ।
অভিযুক্তরা রায়পুরা উপজেলার চরসুবুদ্দি ইউনিয়নের বাহার চর এলাকার বাসিন্দা। তাদের বিরুদ্ধে ইতিপূর্বে চাঁদাবাজি, ছিনতাই ধর্ষণ ও ইয়াবা সেবন কারী ও মাদক ব্যাবসার সাথে জরিত অভিযোগ রয়েছে। ফেসিষ্টি হাসিনা সরকারের আমলে তাদের অত্যাচারের এলাকাবাসী অতিষ্ঠ ও এলাকার যুব সমাজকে মাদকে আসক্ত করে ও রতন মিয়া তার বন্ধুদের নিয়া তার একটা বেটারীর পানির কারখানার অন্তরালে রতন ও তার বন্ধুরা এসব মাদক ব্যাবসা ও মাদক সেবন করে এলাকায় সব সময় ত্রাসের রাজত্ব করতো
এ ঘটনায় বিস্তারিত অনুসন্ধান চলছে
চলছে।
ধর্ষণকারীদের ছবি সিসি ক্যামেরায় ফুটেজ ও কেম্যারায় রেকডে তাদের এ ঘটনার সাথে তারা স্বশরীরে উপস্থিত থাকায় অন্যায় শিকার করে প্রকাশ করে।_
কমেন্টে চোখ রাখুন ।

You may have missed