নবনির্বাচিত কেটিআরইউ নেতৃবৃন্দকে আ’লীগের অভিনন্দন
খুলনা অফিস :
নবনির্বাচিত খুলনা টিভি রিপোর্টারস ইউনিটি’র (কেটিআরইউ) নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে বিবৃতি দিয়েছেন আওয়ামী লীগ নেতৃবৃন্দ। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। সাংবাদিকরা দল মতের উর্ধ্বে থেকে দেশ ও জাতির কল্যাণে কাজ করলে মানুষ উপকৃত হয়। সেজন্য বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করা উচিত। পেশাজীবী সাংবাদিকদের দ্বারাই বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন সম্ভব। যারা অপেশাদার সাংবাদিক তাদের বিভ্রান্তিমূলক সংবাদ পরিবেশনের কারণে দেশ ও সমাজের উন্নয়ন বাধাগ্রস্থ হয়ে থাকে। কাজেই সমাজ, দেশ, জাতি ও জনগণের স্বার্থে সকল পেশাজীবী সাংবাদিকদেরকে ঐক্যবদ্ধ হয়ে সত্য ও ন্যায়ের পথে কাজ করতে হবে। বিবৃতিদাতা নেতৃবৃন্দরা হলেন সাবেক শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এমপি, মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ তালুকদার আব্দুল খালেক, বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র ও খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল, খুলনা-৩ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ শেখ হারুনুর রশীদ, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত অধিকারী।