নদীতে লাফ দিয়ে নিখোঁজ জিহাদের মরদেহ উদ্ধার,

মোঃ আবু সাইদ শওকত আলী,
  খুলনা বিভাগীয় প্রধানঃ
বন্ধুদের সাথে নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হওয়া স্কুল ছাত্র জিহাদ (১০) এর মরদেহ উদ্ধার করা হয়েছে রোববার সকালে।
রোববার সকালে ডুবুরি দলের দ্বিতীয় দফা অভিযানে এই মরদেহ উদ্ধার করা হয়েছে বলে উদ্ধারকারী দলের ইনচার্জ খন্দকার মিরাজুল ইসলাম।

শনিবার দুপুরে  যশোর সদরের সানতলা  গ্রামের উজির আলীর শিশু পুত্র জিহাদ হোসেন (১০)।
ছোট বন্ধুদের সাথে বাড়ির পাশে ভৈরব নদীতে গোসল করার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। এর পর বন্ধুরা মিলে ব্রিজ হতে লাফ দেওয়া শুরু করে সকল  বন্ধুরা মিলে। এসময় সবাই উঠলেও  জিহাদ ভেসে না উঠলে তার সাথের বন্ধুরা ডাক চিৎকার দিলে স্থানীয় লোকজন নদীতে খোজাখুজি শুরু  করে। বহু খোঁজাখুজির পরও জিহাদের  কোন সন্ধান না পেয়ে এলাকাবাসী ফায়ার সার্ভিসের  খবর দেয়। ফায়ার সার্ভিসের কর্মীরা এসে খুলনায় তাদের উন্নত উদ্ধারকারী টিমের সাথে যোগাযোগ করেন। খুলনা থেকে টিম এসে বিকাল ৫ টার পর উদ্ধার অভিযান শুরু করেন। এরপর সন্ধ্যা হয়ে যাওয়াই সাড়ে সাতটার সময় উদ্ধার অভিযান শেষ করেন তারা।

রোববার সকালে ডুবুরি দলের দ্বিতীয় অভিযান  শুরু করে। সকাল ৯ টার দিকে নদী থেকে তার মরদেহ উদ্ধার করে উদ্ধারকারীরা।খবর পেয়ে শত শত নারী পুরুষ ভিড় জমায় লাশ উদ্ধারের খবর পেয়ে।

যশোর সেনানিবাসের ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার খন্দকার মিরাজুল ইসলাম জানান, গতকাল অন্ধকার হয়ে যাওয়ায় আমরা  উদ্ধার অভিযান শেষ করি।
আজ  রোববার সকাল ৮ টা থেকে পুনরায় উদ্ধার অভিযান শুরু করার কিছু সময় পর আমাদের টিমের সদস্যরা শিশুটির মরদেহ উদ্ধার করে।