নতুন অতিরিক্ত আইজিপিদের প্রতি জাতির সংকট মোকাবিলায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান আইজিপির

অতিরিক্ত মহাপরিদর্শকদের র‌্যাঙ্ক ব্যাজ অলংকরণ অনুষ্ঠানে বক্তব্য দেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। ঢাকা, ২০ ফেব্রুয়ারি

কাজি সোহেল : জাতির যেকোনো সংকট মোকাবিলায় ঐক্যবদ্ধভাবে কাজ করতে পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত মহাপরিদর্শকদের (অতিরিক্ত আইজিপি) প্রতি আহ্বান জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর পুলিশ সদর দপ্তরের হল অব প্রাইডে উপমহাপরিদর্শক (ডিআইজি) থেকে অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের র‌্যাঙ্ক ব্যাজ অলংকরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আইজিপি এসব কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) সভানেত্রী তৈয়বা মুসাররাত জাঁহা চৌধুরী।অনুষ্ঠানে পুলিশের অতিরিক্ত আইজিপি এবং তাঁদের সহধর্মিণীরা উপস্থিত ছিলেন। বাংলাদেশ পুলিশের রীতি অনুযায়ী পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত আইজিপি এবং পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের সহধর্মিণীরা র‌্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন।

পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের অভিনন্দন জানিয়ে আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেন, ‘এই পদোন্নতি আপনাদের কর্মদক্ষতার স্বীকৃতি। পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে জনগণকে সর্বোচ্চ সেবা প্রদানের অঙ্গীকার ব্যক্ত করেন গত রোববার পুলিশের ১৪ কর্মকর্তাকে অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি দেয় সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ এ–সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করে।