নওগাঁ সীমান্তে বিপুল পরিমান মাদকদ্রব্য আটক

মোঃ সাইদুল ইসলাম হেলাল
জেলা প্রতিনিধি নওগাঁঃ
অদ্য ০৪ এপ্রিল ২০২৫ তারিখ ০২৪০ ঘটিকায় পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) এর অধীনস্থ কালুপাড়া বিওপি’র বিওপি কমান্ডার সুবেদার মোঃ আইয়ুব আলী এর নেতৃত্বে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ২৬৮/১০-এস হতে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে আলতাদিঘী গ্রামের মাঠের ধান ক্ষেত্রের মধ্যে অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ২৩১ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়।
অদ্য ০৪ এপ্রিল ২০২৫ তারিখ ০৬০০ ঘটিকায় অধীনস্থ বস্তাবর বিওপি’র টহল কমান্ডার নায়েক মোঃ ইয়াদ আলী এর নেতৃত্বে আর একটি বিশেষ টহলের মাধ্যমে সীমান্ত পিলার ২৬৮ এমপি হতে আনুমানিক ০২ কিঃমিঃ বাংলাদেশের অভ্যন্তরে দক্ষিণ চকযাদু গ্রামস্থ ইটের সলিং রাস্তা থেকে অভিযান পরিচালনা করে ২৬০পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ০২জন চোরাকারবারী মোঃ আনোয়ার হোসেন(৬০), পিতা-মৃত খাতের আলী, গ্রাম-দক্ষিণ চকযাদু, পোষ্ট-ধামইরহাট, মোঃ আরিফ হোসেন(২৯), পিতা-মোঃ জাহিদুল ইসলাম, গ্রাম-উদয়শ্রী, পোষ্ট-খেলনা, উভয়ের থানা-ধামইরহাট ও জেলা-নওগাঁকে আটক করতে সক্ষম হয়। আটককৃত আসামীর বিরুদ্ধে ধামইরহাট থানায় মামলা দায়ের পূর্বক মালামালসহ পুলিশের নিকট হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন। সর্বমোট সিজার মূল্য-১,৪৪,৪০০/- টাকা।
নওগাঁ ও জয়পুরহাট সীমান্তে গরু,মাদক পাচার,অবৈধ সীমান্ত পারাপার এবং চোরাচালান বিরোধী অভিযান বৃদ্ধিসহ সর্বাত্বক অভিযান অব্যাহত রাখার অঙ্গিকার ব্যক্ত করেছেন ১৪ বি জি বি অধিনায়ক পত্নীতলা ব্যাটালিয়ন লেঃ কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন, পিবিজিএম, পিবিজিএমএস