নওগাঁ মহাদেবপুর হাট পাঁটাকাটা ( পাউবো) এর জমি অবৈধ ভাবে দখল করে ব্যাবসা প্রতিষ্ঠান গড়ে তোলার অভিযোগ স্হানীয় আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে

নিজস্ব প্রতিবেদক নওগাঁঃ

নওগাঁর মহাদেবপুর হাট পাঁঠাকাটা বাজারের দক্ষিণ পাশে সড়কের সঙ্গে প্রায় ১২ শতাংশ সরকারি জমির ওপর অবৈধভাবে স্থাপনা নির্মাণ করা হচ্ছে। এ জমি বাংলাদেশের পানি উন্নয়ন বোর্ড (পাউবো) এর আওতাধীন । সরকারি জমি দখল করে ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলার অভিযোগ উঠেছে নওগাঁর মহাদেবপুর উপজেলার হাট পাঁঠাকাটা এলাকার আওয়ামী লীগ নেতা মাজেদের বিরুদ্ধে।

স্থানীয়দের অভিযোগ, ওই এলাকার মৃত ফয়েজ উদ্দিনের ছেলে মাজেদ এই জমি জোরপূর্বক দখল করে সড়কের পাশে মার্কেট নির্মাণ করছেন। এ বিষয়ে হাট পাঁঠাকাটা এলাকার খাদেমুল বাসার পাউবো এবং মহাদেবপুর সহকারী কমিশনার (ভূমি)-সহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

এদিকে, পাউবো কর্তৃপক্ষও মাজেদকে নোটিশ প্রদান করলেও তিনি সেটাকে পাত্তা না দিয়ে অব্যাহতভাবে নির্মাণকাজ চালিয়ে যাচ্ছেন।

নওগাঁ পানি উন্নয়ন বোর্ডের কার্য সহকারী কর্মকর্তা মোকলেছুর রহমান বলেন, ‘মাজেদকে সরাসরি নোটিশ দেওয়া হয়েছে। কিন্তু তিনি সরকারি নিয়মনীতি উপেক্ষা করে নির্মাণকাজ চালিয়ে যাচ্ছেন। পুলিশের কাছে বারবার সহায়তা চাওয়া হয়েছে, কিন্তু কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।’

তিনি জানান, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে জেলা প্রশাসনের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে।

এ ছাড়া পাঁঠাকাটা এলাকার কিছু ভূমিহীন বাসিন্দা অভিযোগ করেছেন, তারা দীর্ঘদিন ধরে পাউবোর জমিতে অস্থায়ী ঘর নির্মাণ করে বসবাস করছেন। কিন্তু স্থায়ী অবকাঠামো নির্মাণের সাহস পাননি। তবে আওয়ামী লীগ নেতা মাজেদ দিনের পর দিন পাউবোর জমি দখল করে স্থাপনা নির্মাণ করছেন। এতে করে স্হানীয় জন্য সাধারণের মনে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

অভিযুক্ত মাজেদ এই বিষয়ে জানান, পাউবোর জমিতে পূর্বে টিনের দোকান ছিল। এখন তিনি টেকসই পাকা ঘর নির্মাণ করছেন। তিনি তার বিরুদ্ধে অভিযোগ নাকচ করে দেন।

পাউবো নির্বাহী প্রকৌশলী মো. ফাইজুল রহমান বলেন, ‘সড়কের আশেপাশে কোনো ব্যক্তি মালিকানাধীন জমি নেই। এটি পাউবোর জায়গা। ভূমিহীনরা অস্থায়ীভাবে বসবাস করতে পারলেও স্থায়ী অবকাঠামো নির্মাণ করতে পারবেন না।’

মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসমত বলেন, ‘এ বিষয়ে এখনো কোনো অভিযোগ পাইনি। তবে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। পাউবো কর্তৃপক্ষকে সহযোগিতা করা হবে।’