নওগাঁর মান্দায় নিখোঁজের পাঁচদিন পর ধান ক্ষেত থেকে এক ব্যাক্তির গলাকাটা লাশ উদ্ধার

মোঃ সাইদুল ইসলাম হেলাল
জেলা প্রতিনিধি নওগাঁঃ
নওগাঁর মান্দায় নিখোঁজের পাঁচদিন পর ধান ক্ষেত থেকে আব্দুল জব্বার (৬০) নামে এক ব্যাক্তির গলাকাটা লাশ উদ্ধার করেছে মান্দা থানা পুলিশ । আজ বুধবার বেলা ১১টার দিকে উপজেলার কসব ইউনিয়নের নুরুল্যাবাদ এলাকার এক ইট ভাটার পাশে ধানক্ষেত থেকে তার গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ । নিহত আব্দুল জব্বার মান্দা উপজেলার নুরুল্যাবাদ ইউনিয়নের নুরুল্যাবাদ গ্রামের ফজের আলীর ছেলে বলে জানা গেছে। স্থানীয় এলাকাবাসী ও মান্দা থানা সুত্রে যানা যায় যে নিহত আব্দুল জব্বার পাওনা টাকা নেওয়ার জন্য গত ২৮ মার্চ উপজেলার পাঁজরভাঙ্গা থেকে ভোলাগাড়ী দিকে যায়,এর পর তিনি আর বাড়ি ফিরেনি। এর পর নিখোঁজের পাঁচ দিন পর নুরুল্যাবাদ এলাকার এক ধান ক্ষেত থেকে তার গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে। মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনছুর রহমান বলেন, নুরুল্যাবাদ এলাকার জনসাধারণ গন ধান ক্ষেতে লাশ দেখতে পেয়ে থানায় খবর দিলে আজ বুধবার বেলা ১১ টার দিকে মান্দা থানার পুলিশ গিয়ে নিহত আব্দুল জব্বার এর গলাকাটা লাশ ধান ক্ষেতের মাঠ থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে লাশের সুরুতহাল প্রতিবেদন তৈরির করে ময়নাতদন্তের জন্য নওগাঁ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে।