ধর্ষণ রোধে ফুঁসে ওঠছে লোকজন,মিছিল – সমাবেশে ফাঁসির দাবি

আ স ম আবু তালেব, বিশেষ প্রতিনিধি:- বাংলাদেশের বিভিন্ন স্থানে ধর্ষণ অস্বাভাবিক ভাবে বৃদ্ধি পাওয়ায় আতঙ্কিত হয়ে পড়েছে লোকজন। নিজ মেয়ের নিরাপত্তার কথা ভেবে আজ তারাও উদ্বিগ্ন – শংকিত। ধর্ষিতা আছিয়ার মৃত্যুতে সারা বাংলাদেশ শোকাহত।ধর্ষকের বিরুদ্ধে দলে দলে যোগদান করে তারা মিছিল – মানববন্ধন করে অতি দ্রুত ফাঁসির দাবি জানাচ্ছে। অনেকেই স্কুল কলেজ ও মাদ্রাসা পড়ুয়া নিজ মেয়েকে চোখে চোখে রাখার যথাসম্ভব চেষ্টা করছে বলে জানা গেছে। এই জঘন্যতম ধর্ষণ নিয়ে বাংলাদেশ বহির্বিশ্বে যেন লজ্জায় পড়তে না হয়, এজন্য এখনই কঠোর শাস্তি প্রণয়ন প্রয়োজন বলে সচেতন মহল মনে করেন। বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ডের কর্মকর্তা মুফতী মুজাহিদুল ইসলাম সাদেকী BBC News 24 bd live কে একান্ত সাক্ষাৎকারে জানান, সৃষ্টিকর্তা মহান রব্বে করীমের পরিপূর্ণ বিধান মেনে চললেই ধর্ষণসহ সকল অপরাধ নির্মূল হবে ইনশাআল্লাহ। এদিকে দেশের প্রথম ধর্ষণ প্রতিরোধ সংস্থা ও মানবাধিকার সংগঠন “নির্ভয়া বাংলাদেশ”র চেয়ারম্যান আব্দুল্লাহ্ আল নোমান জানান ইতিমধ্যে সারা বাংলাদেশে তার সংগঠনের কমিটি গঠনের কাজ শুরু করেছেন। ধর্ষণ রোধে সারা বাংলাদেশে তার এই সংগঠনটি ইতিমধ্যে সাড়া ফেলেছে। ধর্ষণ রোধে তার সংগঠনটি সর্বদা সভা সেমিনারের আয়োজন করে জনসচেতনতা সৃষ্টি করবে বলে তিনি BBC News 24 bd live কে জানিয়েছেন।