ধর্মপাশা উপজেলায় পাঁচ কেজি ওজনের পিতলের কালী প্রতিমা চুরি’

শাকিব হাসান, ধর্মপাশা, থানা প্রতিনিধি সুনামগঞ্জ

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা সদর ইউনিয়নের শ্রী শ্রী সার্বজনীন কালী মন্দিরের দরজার তালা ভেঙে মঙ্গলবার রাতে চোরেরা পাঁচ কেজি ওজনের পিতলের একটি কালী প্রতিমা চুরি করে নিয়ে গেছে। এ ঘটনায় ওই মন্দির পরিচালনা কমিটির সভাপতি দেবাশীষ চৌধুরী মিঠু (৫০) বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে বুধবার ৬ই নভেম্বর দুপুর বেলা ধর্মপাশা সদর থানায় একটি মামলা দায়ের করেন।

মন্দিরের সেবারত যুগেশ চন্দ্র সরকার (৬৬) বলেন, মঙ্গলবার ৫ই নভেম্বর সন্ধ্যায় তিনি পূজা শেষে মন্দিরের দরজায় তালা মেরে নিজ বাড়িতে গমন করেন। ৬ই নভেম্বর বুধবার সকাল ৭ টায় মন্দিরে পূজা দিতে এসে দেখেন মন্দিরের দরজা খোলা, রাতের আঁধারে কে যেন দুটি তালা ভেঙে পাঁচ কেজি ওজনের পিতলের কালী প্রতিমাটি চুরি করে নিয়ে গেছে।

বিষয়’টি নিশ্চিত করেন :-
ধর্মপাশা থানার ওসি মোহাম্মদ এনামুল হক বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও পাঁচ কেজি ওজনের পিতলের কালী প্রতিমাটি উদ্ধার করার জন্য সর্বাত্মক চেষ্ঠা অব্যাহত রয়েছে।

You may have missed