দেশবিরোধী অপপ্রচারের বিরুদ্ধে তাড়াশ বিএনপির বিক্ষোভ মিছিল

এস,এম,রুহুল তাড়াশী,
তাড়াশ উপজেলা, প্রতিনিধি:-

সিরাজগঞ্জের তাড়াশে দেশবিরোধী ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনসমূহ। জামায়াত-শিবির ও এনসিপির বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট ও বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগ তুলে এ কর্মসূচির আয়োজন করে দলটি।

রবিবার (১৩ জুলাই) দুপুরের পর তাড়াশ উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা একত্রিত হন। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে পৌর শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে পুনরায় কার্যালয়ে এসে শেষ হয়।

বিক্ষোভে নেতৃত্ব দেন উপজেলা বিএনপির সদস্য সংগ্রহ, ইউনিয়ন, পৌরসভা ও ওয়ার্ড নির্বাচন পরিচালনা কমিটির নেতৃবৃন্দ। এতে আরো উপস্থিত ছিলেন খন্দকার সেলিম জাহাঙ্গীর, সরদার মোঃ আফছার আলী, আমিনুল রহমান টুটুল, তপন গোস্বামী, অধ্যাপক আব্দুর রহিম, মোঃ আব্দুল বারিক খন্দকার, আব্দুল হাকিম, অধ্যাপক দুলাল হোসেন, জয়নুল আবেদীন মাহবুব, জিয়াউর রহমান জিয়া, আবুল হোসেন, ফরহাদ আলী মাস্টার, সোলায়মান হোসেন সিহাব প্রমুখ।
এ ছাড়াও উপজেলা যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী মিছিলে অংশগ্রহণ করেন।

বক্তারা বলেন, ‘দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে প্রশ্নবিদ্ধ করতে একটি চিহ্নিত মহল বিদেশী মদদে অপপ্রচারে মেতে উঠেছে। এ ধরনের চক্রান্তের দাঁতভাঙা জবাব রাজপথেই দেওয়া হবে।’