দুর্গাপুরের জয়নগর ইউ‌নিয়‌ন জামায়াতের আয়োজনে আলোচনা সভা ও ইফতার মাহ‌ফিল

মোঃ সিহাবুল আলম সম্রাট
বিভাগীয় ব্যুরো চিফ, রাজশাহী

রাজশাহী জেলার দূর্গাপুর উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ৭নং জয়নগর ইউনিয়নের আয়োজনে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

২২মার্চ ২০২৫ ইং শনিবার বিকাল ০৪:০০ ঘটিকায় দুর্গাপুর উপজেলার জয়নগর ইউনিয়নের দাওকা‌ন্দি উচ্চ বিদ‌্যালয় মা‌ঠে আলোচনা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

উক্ত আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অ‌তিথি হিসেবে উপ‌স্থিত ছি‌লেন জেলা জামায়াতের সেক্রেটারি মো: গোলাম মুর্তজা ও প্রধান আলোচক হিসেবে আলোচনা পেশ করেন জেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ও রাজশাহী-৫ (পুঠিয়া- দুর্গাপুর) আসনের জামায়াত মনোনীত প্রার্থী মুহাম্মদ নুরুজ্জামান লিটন।

প্রধান অতিথি মো: গোলাম মর্তুজা তার বক্তব্যে বলেন, আগামীতে সৎ ও যোগ্য লোকের হাতে নেতৃত্ব দিতে হবে। তাহলে অনিয়ম ও দুর্নীতি হবে না। তাই আগামী নির্বাচনে আল্লাহর আইন ও সৎ লোকের শাসন প্রতিষ্ঠায় জামায়াত মনোনীত প্রার্থীকে বিজয়ী করে জাতীয় সংসদে পাঠাতে হবে।

প্রধান আলোচক মুহাম্মদ নুরুজ্জামান লিটন বলেন, ইসলামী দলগুলোকে বাদ দিয়ে আগামীতে কেউ রাষ্ট্র পরিচালনা করতে পারবে না। সমমনা ইসলামী দল এবং গণতান্ত্রিক ও দেশপ্রেমিক দলগুলো নিয়ে আগামীতে যে জোট হতে যাচ্ছে জাতীয় রাজনীতিতে সেই জোট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি মন্তব্য করেন।

জয়নগর ইউনিয়ন জামায়াতের সভাপতি এজাজুল হক মাস্টারের সভাপতিত্বে ও মোঃ আলাউদ্দিনের সঞ্চালনায় উক্ত ইফতার মাহফিলে বিশেষ অ‌তিথি হিসা‌বে উপ‌স্থিত ছি‌লেন দুর্গাপুর উপ‌জেলা আমীর সাইফুল ইসলাম মাস্টার, সেক্রেটারি শামীম উদ্দিন মাস্টার। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নায়েবে আমীর অধ্যাপক ফজলুল বারী সোহরাব, পৌর আমীর ও সাবেক ছাত্রনেতা নূর আলম, প্রবীণ জামায়াত নেতা মসির উদ্দিন, ড. আক্কাস আলী, অধ্যাপক আমজাদ হোসেন প্রমুখ।