দুই আনসারের কাছ থেকে বন্দুক ছিনিয়ে দড়ি দিয়ে বেঁধে রাখল দুর্বৃত্তরা
নরসিংদী বাজারে দায়িত্ব পালনরত দুই আনসার সদস্যকে দড়ি দিয়ে বেঁধে ১০টি গুলিভর্তি ২টি শটগান ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার দিবাগত রাত দেড়টার দিকে শহরের হাড়িদোয়া নদীসংলগ্ন বাজার বণিক সমিতির আনসার ক্যাম্পের সামনে এ ঘটনা ঘটে। ওই দুই আনসার সদস্য হলেন মো. আনারুল হক ও মো. জাফর ইকবাল। তাঁরা জানিয়েছেন, এ ঘটনায় ১৫-১৮ জন দুর্বৃত্ত অংশ নিয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, বাজার বণিক সমিতির ওই আনসার ক্যাম্পে ১১ জন সদস্য পালাক্রমে দায়িত্ব পালন করেন। প্রতি রাতে ১০টা থেকে ভোর ৬টা পর্যন্ত ৮ ঘণ্টা ক্যাম্পটির ৪ জন সদস্য বাজার এলাকায় পাহারা দেন।
জেলা আনসার ক্যাম্পের কর্মকর্তারা জানান, গতকাল রাতে বাজার এলাকায় টহল ডিউটিতে ছিলেন আনারুল, জাফর, রাশেদ ও আতিক নামের চার আনসার সদস্য। রাত দেড়টার দিকে ১৫-১৮ জন দুর্বৃত্ত তাঁদের ঘিরে ধরেন। রাশেদ ও আতিক নামের দুই আনসার সদস্য এ সময় পালিয়ে গিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে খবর দেন। পরে দুর্বৃত্তরা আনারুল ও জাফরকে সঙ্গে আনা দড়ি দিয়ে বেঁধে ফেলে। এ সময় দুজনের সঙ্গে থাকা ৫টি রাবার বুলেট ও ৫টি সিসা গুলিভর্তি ১২-বোর পাম অ্যাকশন নামের দুটি শটগান ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। পরে দড়ি দিয়ে বাঁধা অবস্থায় তাঁদের ফেলে রেখে নদীর পাড় ধরে দুর্বৃত্তরা হেঁটে চলে যায়।
খবর পেয়ে রাত দুইটার পরপরই জেলা আনসার ক্যাম্প থেকে সদস্যরা ঘটনাস্থলে আসেন। তাঁরা বাজার এলাকার বিভিন্ন সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যবেক্ষণ করেন। এ ছাড়া নরসিংদীর জেলা পুলিশ, মডেল থানার পুলিশ, র্যাব-১১, জেলা গোয়েন্দা শাখা (ডিবি), অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) কর্মকর্তারা ঘটনাস্থলে আসেন।
জেলা আনসার ক্যাম্পের সার্কেল অ্যাডজুডেন্ট মো. আমির হামজা বলেন, ‘বাজারে টহলরত চার আনসার সদস্যের মধ্যে আগে-পিছে দুজন করে টহল দিচ্ছিলেন। আনারুল ও জাফরকে দড়ি দিয়ে বেঁধে অস্ত্র ছিনিয়ে নিয়ে যখন দুর্বৃত্তরা চলে যাচ্ছিল, ওই সময় তাদের পেছন পেছন যাওয়ারও সুযোগ ছিল না। তাঁরা শুধু দেখেছেন, নদীপাড়ের বেড়িবাঁধ ধরে হেঁটে তারা চলে যাচ্ছে। পরে জেলা আনসার ক্যাম্প থেকে আমরা এসে তাঁদের দুজনকে বাঁধনমুক্ত করি।’
টহলরত চার আনসার সদস্যের মধ্যে দুজনের ব্যবহৃত শটগান ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। ধারণা করা হচ্ছে, বাজার এলাকায় ডাকাতির কাজে ব্যবহারের জন্যই এ ঘটনা ঘটিয়েছে তারা। তাদের খুঁজে বের করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এরই মধ্যে কাজ শুরু করেছেন।
তানজিনা বিনতে এরশাদ, নরসিংদী জেলা কমান্ড্যান্ট, আনসার ও ভিডিপি
এরই মধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন আনসার ও ভিডিপির অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল খোন্দকার ফরিদ হাসান, নরসিংদীর পুলিশ সুপার কাজী আশরাফুজ আজীম, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) বিশেষ পুলিশ সুপার এনায়েত হোসেন ও র্যাব ১১ নারায়ণগঞ্জের সিইও তানভীর পাশা।
এ বিষয়ে বিস্তারিত জানতে দুই আনসার সদস্য আনারুল ও জাফরের বক্তব্য নেওয়ার চেষ্টা করেন এই প্রতিবেদক। তাঁরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া সাংবাদিকের সঙ্গে কথা বলতে পারবেন না বলে জানান।
আনসারের জেলা কমান্ড্যান্ট তানজিনা বিনতে এরশাদ বলেন, টহলরত চার আনসার সদস্যের মধ্যে দুজনের ব্যবহৃত শটগান ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। ধারণা করা হচ্ছে, বাজার এলাকায় ডাকাতির কাজে ব্যবহারের জন্যই এ ঘটনা ঘটিয়েছে তারা। তাদের খুঁজে বের করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এরই মধ্যে কাজ শুরু করেছেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ভূঁইয়া বলেন, ‘আমরা এরই মধ্যে ঘটনাস্থল ও এর আশপাশে থাকা সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যবেক্ষণ করেছি। ১৫ থেকে ১৮ জন দুর্বৃত্ত এতে অংশ নিয়েছে। দুর্বৃত্তদের চিহ্নিত করে গ্রেপ্তার ও ছিনিয়ে নেওয়া দুটি অস্ত্র উদ্ধারে অভিযান চলছে।’
এদিকে গতকাল সোমবার রাত সাড়ে তিনটার দিকে সদর উপজেলার চরাঞ্চল করিমপুর ইউনিয়নের পঞ্চবটী বাজারের ১৭টি মনিহারি ও মুদিদোকানে ডাকাতির ঘটনা ঘটেছে। তারা সেসব দোকানের গ্রিল ভেঙে প্রবেশ করে টাকা ও মালামাল ডাকাতি করে নিয়ে যায়। এ সময় ডাকাতেরা ওই বাজার এলাকার বেশ কিছু সিসিটিভি ক্যামেরা ভেঙে ফেলে। এর একটি ফুটেজ বিশ্লেষণ করে পুলিশ বলছে, পঞ্চবটীর ঘটনায় ১৫-২০ ডাকাত অংশ নেয়। তবে নরসিংদী বাজারে টহলরত দুই আনসার সদস্যের কাছ থেকে দুটি গুলিভর্তি শটগান ছিনিয়ে নেওয়া দুর্বৃত্তরা তারাই ছিলেন কি না, তা এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ।