দিঘলিয়ায় অস্ত্র ও গুলিসহবিএনপি নেতা গ্রেফতার

যৌথবাহিনীর অভিযান

ভ্রাম্যমাণ প্রতিনিধি, দিঘলিয়া(খুলনা): গতকাল মঙ্গলবার ভোররাতে দিঘলিয়া উপজেলার গাজীরহাট থেকে যৌথবাহিনীর একটি আভিযানিক দল আগ্নেয়াস্ত্র,গোলাবারুদ ও ১কেজি গান পাউডারসহ স্থানীয় এক বিএনপি নেতাকে গ্রেফতার করেছে।
এলাকাবাসী ও দিঘলিয়ায় অবস্থিত নৌবাহিনীর মিডিয়া সেল সূত্র থেকে জানা গেছে, মঙ্গলবার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে দিঘলিয়া উপজেলার গাজীরহাট বাজার এলাকায় গাজীরহাট ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক মোহাম্মদ বাদশা গাজী’র বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে।আটককৃত বাদশা গাজীর পিতার নাম সিরাজ গাজী। তার স্বীকারোক্তিতে নিজ বাড়ি থেকে ১টি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র, ১ রাউন্ড গুলি ও আনুমানিক ১ কেজি গান পাউডার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্র ও মালামালসহ আটককৃত বাদশা গাজীকে দিঘলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। আটকৃত ব্যক্তির বিরুদ্ধে দিঘলিয়া থানায় ইতোপূর্বে ৬টি মামলা রয়েছে বলে জানা যায়।
উক্ত অভিযানে নৌবাহিনীর পাশাপাশি দিঘলিয়া থানার পুলিশ সদস্যরাও অংশগ্রহণ করেন

You may have missed