তুলে নেওয়া ৭৮ বাংলাদেশি মৎস্যজীবীকে ফেরতের প্রক্রিয়া চলছে: ওড়িশা পুলিশ

সমুদ্র থেকে তুলে নেওয়া ৭৮ বাংলাদেশি মৎসজীবীকে ফেরত দিতে চায় ভারতে ওড়িশা রাজ্য সরকার। ইতোমধ্যেই সেই প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে ওড়িশা পুলিশ।

ভারতের বার্তা সংস্থা এএনআই সূত্রের খবর, বাংলাদেশি মৎস্যজীবীদের নিরাপদে তাদের দেশে ফিরিয়ে দিতে সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করেছে স্থানীয় প্রশাসন। 

দু’দিন আগেই গত মঙ্গলবার ভারতীয় জলসীমায় ঢুকে পড়ার অভিযোগে ভারতীয় উপকূলরক্ষী বাহিনী ৭৮ বাংলাদেশি মৎস্যজীবীকে তুলে নিয়ে যায়।

এ ব্যাপারে ওড়িশা পুলিশের ডেপুটি সুপারিনটেনডেন্ট অব পুলিশ (পারাদ্বীপ) সন্তোষ কুমার জেনা জানিয়েছেন, “ভারতীয় উপকূলরক্ষী বাহিনী আটক বাংলাদেশি মৎস্যজীবীদের পরবর্তী আইনি প্রক্রিয়া ও তাদের পরিচয় যাচাই-বাছাইয়ের জন্য পারাদ্বীপ পুলিশের হাতে হস্তান্তর করেছিল। সমস্ত প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। তাদের সকলকে বাংলাদেশে ফেরানোর প্রক্রিয়া চলছে।”

ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর পক্ষ থেকে এক সরকারি বিবৃতিতে জানানো হয়েছে, ইন্টারন্যাশনাল মেরিটাইম বাউন্ডারি লাইন (আইএমবিএল) বরাবর টহলদারির সময় উপকূল রক্ষী বাহিনীর জাহাজ ভারতীয় জলসীমায় কিছু সন্দেহজনক গতিবিধির লক্ষ্য করে। এসময় তারা দু’টি বাংলাদেশি ট্রলারকে আটকায়।

পরবর্তীতে বাংলাদেশি মৎস্যজীবী এবং তাদেরকে বহনকারী ওই দু’টি ট্রলারকে এসকর্ট করে পারাদ্বীপ সমুদ্র বন্দরে নিয়ে যাওয়া হয়। স্থানীয় প্রশাসনের সহযোগিতায় তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়। স্থানীয় পুলিশ এবং উপকূলরক্ষী বাহিনী যৌথভাবে ওই বাংলাদেশি মৎস্যজীবীদের পরিচয় যাচাই-বাছাই করেন এবং তাতে দেখা যায় দু’টি ট্রলারই বাংলাদেশে নথিভুক্ত রয়েছে। জব্দকৃত বাংলাদেশি ট্রলার দু’টি হলো- ‘এফ ভি লায়লা-২’ এবং ‘এফভি মেঘনা-৫’। প্রথমটিতে ৪১ জন এবং দ্বিতীয় ট্রলারটিতে ৩৭ জন মৎস্যজীবী ছিলেন।