তাড়াশ মহিলা ডিগ্রী কলেজের নবগঠিত কমিটিকে সংবর্ধনা
এস,এম,রুহুল তাড়াশী,
সিরাজগন্জ জেলা প্রতিনিধি:
সিরাজগঞ্জের তাড়াশ মহিলা ডিগ্রী কলেজের নবগঠিত পরিচালনা পর্ষদকে সংবর্ধনা দেওয়া হয়েছে। বুধবার সকালে কলেজের শিক্ষক কর্মচারী ও ছাত্রীদের পক্ষ থেকে প্রতিষ্ঠানের আইসিটি মিলনায়তনে ওই সংবর্ধনা দেয়া হয়।
অনুষ্ঠানের শুরুতে কলেজের অধ্যক্ষ জাফর ইকবাল পরিচালনা পর্ষদের সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষনা ইন্সটিটিউটের অধ্যাপক ড. মো. গোলাম আজমকে ফুলেল সংবর্ধনা দেন। এ সময় দাতা সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান মিঞা ও বিদ্যুৎসাহী সদস্য প্রবীন প্রধান শিক্ষক মো. নজরুল ইসলামকেও ফুলেল সংবর্ধনা দেয়া হয়।
অধ্যক্ষ জাফর ইকবালের সভাপতিত্বে উক্ত সংবর্ধনা অনুষ্ঠিানে বক্তব্য রাখেন, উপাধ্যক্ষ শাহাদত হোসেন, অধ্যাপক আব্দুল হাকিম, অধ্যাপক ফজলুর রহমান, অধ্যাপক সাব্বির আহম্মেদ, শিক্ষক প্রতিনিধি অধ্যাপক রায়হান আলী, প্রভাষক মহব্বত আলী মুক্তা, দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী বৃষ্টি খাতুন প্রমূখ।
এ সময় ড. মো. গোলাম আজম বলেন, ছাত্রীদের শিক্ষার গুণগত মানের পরিবর্তন ঘটাতে হলে অবশ্যই নিয়মাতান্তিক ভাবে পড়া-লেখায় লেগে থাকতে হবে। উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতীর কল্যাণে কাজ করতে হবে। জীবন গড়তে হলে অবশ্যই শিক্ষকদের নির্দেশনা মেনে চলতে হবে। একজন শিক্ষকই পারেন একজন আদর্শ মানুষ গড়তে। আমাদের সে পথেই এগিয়ে যেতে হবে। উল্লেখ্য, উক্ত অনুষ্ঠানে গুণী শিক্ষক হিসেবে অধ্যাপক রায়হান আলী ও প্রভাষক সুলতান মাহমুদকে সংবর্ধনা দেয়া হয়।