ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল আয়োজিত এমএএফ’র কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত
এম এ এফ (মাল্টিপার্টি এডভোকেসি ফোরাম), সিভিল সোসাইটি ও বিভিন্ন ইয়ুথ গ্রুপের প্রতিনিধিবৃন্দদের সম্মিলিত অংশগ্রহণে সামাজিক সমস্যা সমাধান ও নগর জীবন মান উন্নয়নের লক্ষ্যে একটি কর্ম পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়। নগরীর হোটেল ক্যাসেল সালামে ২০ মার্চ বুধবার এ সভার আয়োজন করা হয়। ইউএসএআইডি’র অর্থায়নে ‘স্ট্রেংথেনিং পলিটিক্যাল ল্যান্ডস্কেপ’ প্রকল্পের আওতায় ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এই সম্মেলনের আয়োজন করে।
আলোচনা সভায় বক্তারা বলেন, এম এ এফ কমিটির হাত ধরে সিভিল সোসাইটি ও ইয়ুথ গ্রুপের প্রতিনিধিবৃন্দদের সহযোগিতায় ধাপে ধাপে নগর জীবন উন্নয়নের প্রচেষ্টায় সফল হওয়ার প্রত্যাশা করেন।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেসিসি মেয়র তালুকদার আব্দুল খালেক, খুলনা জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশিদ, খুলনা মহানগর বিএনপির আহ্বায়ক শফিকুল আলম মনা, জেলা বিএনপির আহ্বায়ক আমির এজাজ খান, নগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুজিত অধিকারী, খুলনা মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিনসহ আওয়ামীলীগ, বিএনপি ও জাতীয় পার্টির নগর ও জেলা শাখার শীর্ষ নেতারা।
অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন খুলনা মহানগর বিএনপির আহ্বায়ক রেহানা ইসা ও সভাপতিত্ব করেন খুলনা জেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক জোবায়ের আহমেদ খান জবা । সঞ্চালনায় ছিলেন খুলনা মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ সাদী ও খুলনা মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি জুবিওয়ালিয়া টুই।
অনুষ্ঠানের সার্বিক পরিচালনায় ছিলেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এর রিজিওনাল ম্যানেজার রুবাইয়াত হাসান, রিজিওনাল কো-অরডিনেটর মোঃ ইয়াসিন আরাফাত ও ইলেকটোরাল প্রোগ্রাম এসিস্ট্যান্ট সিলমী সাদিয়া ।