ঠাকুরগাঁওয়ে রুহিয়ায় আওয়ামী কৃষকলীগ নেতা গ্রেফতার

মোঃ আনোয়ার হোসেন, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: দেশজুড়ে চলমান ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানে আওয়ামী কৃষকলীগের সভাপতি মাইনুল ইসলাম (৫০) কে গ্রেফতার করেছে রুহিয়া থানা পুলিশ। শনিবার (২৪ মে) সন্ধ্যায় নামাজপড়া বাজারের একটি চায়ের দোকান থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাইনুল ইসলাম, ১৪ নং রাজাগাঁও ইউনিয়নের উত্তর বঠিনা গ্রামের বাসিন্দা এবং স্থানীয় আওয়ামী কৃষকলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। পুলিশ সূত্রে জানা গেছে, মাইনুল ইসলামের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। তবে, তার বিরুদ্ধে দায়েরকৃত মামলার বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করা হয়নি। স্থানীয় সূত্রে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে এলাকায় রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন। এ বিষয়ে রুহিয়া থানার ওসি এ কে এম নাজমুল কাদের বলেন, গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন “আমরা মাইনুলকে অপারেশন ডেভিল হান্ট অভিযানে গ্রেফতার করেছি। তাকে আগামীকাল আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।”